রাজ্য বিভাগে ফিরে যান

জাস্টিস রাধাবিনোদ পালের নামে রাস্তার নামকরণের পরিবারের আর্জি — উদ্যোগ নেবেন অভিষেক

May 24, 2025 | < 1 min read

টোকিওতে জাস্টিস রাধাবিনোদ পালের স্মৃতিসৌধে অভিষেক বন্দ্যোপাধ্যায় (ছবি সৌজন্যে: facebook/AbhishekBanerjeeOfficial)

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৮:০০: বর্তমানে জাপানের রাজধানী টোকিওতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভারতীয় সাংসদদের একটি প্রতিনিধিদলের সদস্য হয়ে যাঁরা অপারেশন সিঁদুর এবং পাকিস্তানী সন্ত্রাস নিয়ে সারা পৃথিবীর বিভিন্ন দেশের নেতা, আমলা এবং মানুষের সঙ্গে কথা বলবেন। জাপানে পৌঁছে বাংলার অন্যতম দুই শ্রেষ্ঠ সন্তান – স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসু এবং জাস্টিস ডঃ রাধাবিনোদ পালকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে সম্মান জানিয়েছেন অভিষেক।

তৃণমূল সাংসদের এই কাজে সম্মান জানাচ্ছেন সবাই। প্রখ্যাত নেতাজি গবেষক অনুজ ধর অভিষেককে ধন্যবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেন, এবং সেই পোস্টে ট্যাগ করেন রাধাবিনোদ পালের নাতি শ্রী সুধীবিনোদ পালকে, যিনি সেই পোস্টের কমেন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান।

ধন্যবাদ জানানো সঙ্গে-সঙ্গে সুধীবিনোদ মনে করান যে গত বছর নভেম্বর মাসে বাংলার সরকার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সাইন্সেসের আয়োজিত এক আন্তর্জাতিক কনক্লেভে ডাঃ পালের নামে একটি চেয়ার ঘোষ করা হয়। প্রসঙ্গত, NUJS কলকাতায় এই চেয়ারের জন্য ১ কোটি টাকা গ্রান্ট করা হয় সরকারের পক্ষ থেকে।

এর সঙ্গে তিনি জানিয়েছেন যে রাধাবিনোদ পালের পরিবারের বহুদিনের একটি দাবি এখনও পূর্ণ হয়নি – কলকাতার বিডন স্ট্রিট বা আশেপাশের কোনো গুরুত্বপূর্ণ রাস্তার নামকরণ করা হয়নি জাস্টিস পালের নামানুসারে, যেখানে নিজের জীবনের ৩৫টি বছর কাটিয়েছেন তিনি। বাংলার সরকার এবং কলকাতা পৌরসভাকে তিনি আবেদন করেছেন এই বিষয়টি খতিয়ে দেখার জন্য।

তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, দেশে ফিরেই এই বিষয় নিয়ে উদ্যোগ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাতে সত্বর কোনো গুরুত্বপূর্ণ রাজপথের নামকরণ করা হয় জাস্টিস পালের নামে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kolkata, #abhishek banerjee, #radha binod pal

আরো দেখুন