দেশ বিভাগে ফিরে যান

অভিষেকের দেখাদেখি বাকি সাংসদরাও পৌঁছলেন রাসবিহারী বসুকে সম্মান জানাতে

May 24, 2025 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১৪:৫০: গদর অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামকে বাঁচিয়ে রাখতে ছদ্মবেশে জাপানের উদ্দেশ্যে রওনা দেন মহান বিপ্লবী শ্রী রাসবিহারী বসু। অতঃপর জাপানে তিনি প্রতিষ্ঠা করেন জাপান হিন্দু মহাসভা, যাতে সেই দেশে বসবাসকারী সকল নাগরিকগণ এক ছাতার তলায় থাকেন এবং কাজ শুরু করেন ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স লীগ এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করার। এ এক বৃহৎ ইতিহাস।

বর্তমানে ভারত সরকার এবং অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে সেনাবাহিনীর পক্ষ থেকে সাংসদের একটি প্রতিনিধিদলের সদস্য হয়ে জাপানের রাজধানী টোকিওতে রয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাপানে পৌঁছনোর পরেরদিনই অভিষেক সম্মান জানান রাসবিহারী বসু এবং জাস্টিস রাধাবিনোদ পালের সৌধে, এবং জাপানি প্রশাসনের কাছে আবেদন করেন যাতে রাসবিহারী বসুর সৌধের উন্নতিসাধন এবং সঠিক রক্ষণাবেক্ষণ করা হয়।

তার পরেরদিন, অর্থাৎ আজ সংসদীয় দলের প্রধান, জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা, কংগ্রেস নেতা সলমন খুরশিদ এবং জাপানে ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জ অভিষেকের পথ অনুসরণ করে পৌঁছেছেন বাংলা তথা ভারতের বীর সন্তান এবং জাপানের প্রিয় “বোস অফ নাকামুরায়া” রাসবিহারীকে সম্মান জানাতে।

এই খবর উদ্ধৃত করে তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী গোপাল কৃষ্ণ গোখলের বলা এক বিখ্যাত কথা সামাজিক মাধ্যমে লিখেছেন, “বাংলা যা আজ ভাবে, সারা ভারত তা ভাবে আগামীকাল।”

সংসদীয় দল জাপানের পর সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হতে পারে। সেই দেশে রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এবং নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কিত বহু স্থান, সৌধ এবং ইতিহাস। আশা করা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরশ্রেষ্ঠ সুভাষকে সম্মান জানাবেন সেখানে গিয়ে।

এখানে উল্লেখ্য বিষয়, রাসবিহারী বসু এবং জাস্টিস রাধাবিনোদ পালের সৌধে গেলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় রেনকোজি মন্দিরে যান নি, যেখানে নেতাজির “অস্থি” রাখা আছে বলে দাবি করা হয়। তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেসের মত নেতাজির প্লেন দুর্ঘটনার থিওরি মানে না। সেই জন্য, এই পদক্ষেপ ভীষণ সুচারু।

TwitterFacebookWhatsAppEmailShare

#Japan, #Rasbihari Bose

আরো দেখুন