রাজ্য বিভাগে ফিরে যান

ঘোষিত হল কালীগঞ্জ উপনির্বাচনের দিনক্ষণ, দৃষ্টিভঙ্গির বিশ্লেষণে এগিয়ে তৃণমূল

May 25, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, সকাল ৯.১০: ঘোষণা হয়ে গেল বেশ কিছু উপনির্বাচনের তারিখ। গুজরাত, কেরল, পঞ্জাব ও বাংলা এই ৫ রাজ্যের উপনির্বাচনের তারিখ আজ ঘোষণা করলো নির্বাচন কমিশন।

বাংলার কালিগঞ্জের শ্রী নাসিরউদ্দিন আহমেদের মৃত্যু হওয়ায় সেখানে পুনরায় উপর্নির্বাচন হবে আগামী ১৯ জুন। ভোট গণনা হবে ২৩ জুন।

রবিবার ঘোষিত হল কালীগঞ্জ উপনির্বাচনের নির্ঘন্ট। চলতি বছরের ফেব্রুয়ারিতে কালীগঞ্জ বিধানসভার বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ প্রয়াত হন। ওই আসনে উপভোট হবে আগামী ১৯ জুন। ভোট গণনা হবে ২৩ জুন। উল্লেখ্য, রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ভারত-পাক যুদ্ধ আবহে কালীগঞ্জ উপনির্বাচন স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছিলেন।

২০২১ সালে কালীগঞ্জে জয়ী হয় তৃণমূল। ৫৩.৩৫ শতাংশ ভোট পায় জোড়াফুল শিবির।
তৃণমূল প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ ১,১১,৬৯৬ টি ভোট পান। বিজেপি প্রার্থী পায় ৬৪,৭০৯ টি ভোট। প্রায় ৫৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয় তৃণমূল।
২০২৪-র লোকসভা ভোটেও কালীগঞ্জ আসনে এগিয়ে ছিল তৃণমূল। বিজেপির চেয়ে প্রায় ৩১ হাজার ভোটে এগিয়ে ছিল তৃণমূল।

২০২৫-র মার্চে বাংলাজুড়ে জনমত সমীক্ষা করেছিল দৃষ্টিভঙ্গি। সেই সমীক্ষাতেও কালীগঞ্জ আসনে এগিয়ে ছিল জোড়াফুল। আসন্ন উপনির্বাচনেও ওই আসনে তৃণমূলের জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূল জয়ী হলে আগামী বছর বিধানসভা ভোটের আগে তা বিজেপির জন্য বড় ধাক্কা হতে চলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Election Commision of India, #By Election, #Kaliaganj

আরো দেখুন