বিনোদন বিভাগে ফিরে যান

হৃতিক-এনটিআরের জোর টক্কর! আসছে ‘War 2’

May 25, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: রিলিজ হয়েছে বহু প্রতীক্ষিত ‘ওয়ার টু’ সিনেমার টিজার। হৃতিকের ফ্যানেরা তো বটেই এই টিজার নিয়ে মেতেছে ভারতবর্ষের আপামর দর্শক। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ফিল্মের প্রথম ঝলকের মূল আকর্ষণ হৃতিক ও জুনিয়র এনটিআরের জমজমাট অ্যাকশন। উল্লেখ্য, জুনিয়র এনটিআরের জন্মদিনেই প্রকাশ্যে এসেছে টিজারের ঝলক। সেখানে অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে নেমে অনুরাগীদের ঢল।

টিজারে কখনও অস্ত্র হাতে একের পর এক শত্রুকে প্রতিহত করছেন হৃতিক, কখনও আবার নেকড়ের সঙ্গে হেঁটে বেড়াচ্ছেন নায়কোচিত ভঙ্গিমায়। ছবিতে হৃতিকের সঙ্গে টক্কর দিতে দেখা যাবে সাউথের জনপ্রিয় অভিনেতা এনটিআরের। বর্তমানে ভারত-পাক সংঘাতের আবহে এই ফুল অন অ্যাকশন ড্রামা কতটা দর্শক টানবে সেটাও দেখার। আপাতত হৃতিকের ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে মজেছেন অনুরাগীরা। আগামী ১৪ আগস্ট হিন্দি, তামিল, তেলেগু ভাষাতে মুক্তি পাবে এই সিনেমা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Hrithik Roshan, #Jr NTR, #war 2, #Action Sequence, #War 2 Teaser

আরো দেখুন