বঙ্গ সফরে মোদী-শাহ, শুরু হয়ে গেল ভোটের প্রস্তুতি?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, সকাল ১১টা: ছাব্বিশের বিধানসভা ভোটের বছর খানেক বাকি থাকতেই প্রস্তুতির তোড়জোড় শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল। একুশের ফলাফল থেকে শিক্ষা নিয়ে ছাব্বিশ নিয়ে একটু বেশিই চিন্তিত বঙ্গ বিজেপি। হারানো জমি ফেরাতে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। আগামী ২৯ মে আলিপুরদুয়ারে জনসভা ও প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর দু’দিন পর, ৩১ মে রাতের বিমানে কলকাতায় পা রাখতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গ বিজেপি সূত্রে জল্পনা, আগামী ১ জুন সারাদিন একাধিক বৈঠকে ব্যস্ত থাকবেন অমিত শাহ। এরপর ১ জুন রাত অথবা ২ জুন ভোরবেলা দিল্লির উদ্দেশে উড়ে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অমিত শাহ। সাংসদ, বিধায়কদের সঙ্গে একটি বৈঠকের পাশাপাশি কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পরিকল্পনা রয়েছে তার। মনে করা হচ্ছে, দলের সর্বস্তরের নেতা-কর্মীদের সঙ্গে নির্বাচন স্ট্র্যাটেজি আলোচনা করবেন শাহ। যদিও এখনো সব কিছুই জল্পনার স্তরে। অমিত শাহর কর্মসূচি সম্পর্কে এখনও বিস্তারিত জানানো হয়নি বঙ্গ বিজেপির তরফ থেকে। তবে জানা যাচ্ছে, আগামী ২৬ মে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে মোদী-শাহের সফর নিয়ে আলোচনার সম্ভাবনা বেশি।
ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের সাফল্য প্রচারে আগামী ২৯ মে আলিপুরদুয়ার আসছেন প্রধানমন্ত্রী মোদী। প্যারেড গ্রাউন্ডে তিনি দুটি কর্মসূচিতে যোগ দেবেন তিনি, যার মধ্যে একটি জনসভা ও আরেকটি প্রশাসনিক বৈঠক। সেই জন্য আলাদা আলাদা মঞ্চ তৈরি করা হয়েছে। মোদীর জনসভার দায়িত্বে রয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা ও জেলা বিজেপি নেতৃত্ব। ২৯ মে মোদির এই সফরের পর ৩১ মে রাতেই কলকাতায় পা রাখতে পারেন অমিত শাহ। পাশাপাশি থাকতে পারে একগুচ্ছ কর্মসূচির সম্ভাবনা।