আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

কবিগুরু স্মরণ, সন্ত্রাসবাদ দমনে সিওলে পৌঁছে কী বার্তা অভিষেকের?

May 25, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: পাকিস্তানের মুখোশ খুলতে নানান দেশে ভ্রমণ করছে কেন্দ্রের প্রতিনিধি দল। জাপান ঘুরে রবিবার দক্ষিণ কোরিয়ার সিওলে পৌঁছেছে একটি দল। ভারতে সাম্প্রতিক জঙ্গি হামলা নিয়ে বৈঠকও সারেন সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের সলমন খুরশিদরা। ভারত-দক্ষিণ কোরিয়া সুসম্পর্কের কথা তুলে ধরতে কবিগুরুকে স্মরণ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ‌্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দ্য ল্যাম্প অফ দ্য ইস্ট’ কবিতার উল্লেখ করলেন তিনি। রবিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে প্রাক্তন উপমন্ত্রী-সহ শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কর্তাদের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ক বোঝাতে বিশ্বকবির কথা তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইতে ভারত যে কড়া অবস্থান নিয়েছে সেই বার্তাও তুলে ধরেছেন তৃণমূল সাংসদ। তিনি জানিয়েছেন, সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না।

রবিবার এক্স হ্যান্ডলে অভিষেক লিখেছেন, ‘‘আমার আলোচনায়, আমি বিশেষভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কোরিয়ানদের গভীর সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরেছি। তাঁর কালজয়ী কবিতা ‘দ্য ল্যাম্প অফ দ্য ইস্ট’ কোরিয়ানদের হৃদয়ে একটি বিশেষ স্থান ধরে রেখেছে। এটি অত্যন্ত গর্বের বিষয় যে তাঁর সেই কবিতা এখনও কোরিয়ার স্কুলগুলিতে পড়ানো হয় এবং আজও তাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত রয়েছে। যা আমাদের জনগণের মধ্যে স্থায়ী আধ্যাত্মিক এবং সভ্যতার সংযোগের একটি প্রমাণ।’’

অভিষেকের মতে, ‘‘সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারত এবং দক্ষিণ কোরিয়া ঐক্যবদ্ধ। একসঙ্গে, আমরা এই ধরনের বিশ্বব্যাপী হুমকির মুখে শান্তি, স্থিতিস্থাপকতা এবং ন্যায়বিচারের আমাদের ভাগ করা মূল্যবোধগুলিকে তুলে ধরেছি। আমরা কোরিয়ার কিছু শীর্ষস্থানীয় কৌশলগত চিন্তাবিদদের সঙ্গেও আলোচনা করেছি। এঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন উপমন্ত্রী, রাষ্ট্রদূত এবং দেশের শীর্ষস্থানীয় নেতৃত্ব। আমাদের কথোপকথনে শান্তি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং সন্ত্রাসের হুমকি মোকাবিলায় বহুপাক্ষিক প্রচেষ্টা জোরদার করার বিষয়গুলি উঠে এসেছে।’’

সিওলে পৌঁছে সমাজমাধ্যমে তৃণমূলের সাধারণ সম্পাদক লিখেছিলেন, ‘‘আমরা এখন সিওলে পৌঁছেছি, আমাদের সংকল্প দৃঢ়। ভারত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সাহস এবং দৃঢ়তার সঙ্গে গোটা বিশ্বে নেতৃত্ব দিয়ে যাবে।’’ কর্মসূচি সম্পর্কে তিনি লিখেছেন, ‘‘ভারতের সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলের অংশ হিসাবে, আমরা সিওলে আমাদের প্রচারের প্রথম দিনটি রাষ্ট্রদূত অমিত কুমারের (বিদেশমন্ত্রক)সঙ্গে বিস্তারিত মতবিনিময়ের মাধ্যমে শুরু করেছি, যিনি আমাদের কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনের রূপরেখা তৈরি করেছেন এবং বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অটল প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#KOREA, #India’s All-Party Parliamentary Delegation, #SEOUL, #abhishek banerjee, #Terrorism

আরো দেখুন