হাজার পার করোনা আক্রান্তের সংখ্যা, বাংলায় আক্রান্ত ১৮

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৬: আবারও দেশজুড়ে মাথা চাড়া দিচ্ছে কোভিড আতঙ্ক। কয়েকজন করোনা আক্রান্তের মৃত্যুও ঘটেছে দেশে। ৭ দিনে বাংলায় ১৮ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। কোভিড আক্রান্ত হয়ে এখন ২ জন কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ৯ মাসের এক শিশুর চিকিৎসা চলছে। আইসোলেশনে রয়েছেন ৫৫ বছরের এক মহিলা।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুসারে, এই মুহূর্তে দেশে করোনা আক্রান্ত সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৯। সংক্রমণের হার সবথেকে বেশি কেরলে, সেখানে ৪৩০ জন করোনা পজিটিভ। মহারাষ্ট্রে ২০৯, দিল্লিতে ১০৪, গুজরাতে ৮৩ এবং তামিলনাড়ুতে ৬৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় এখনও পর্যন্ত দেশে ৭ জনের মৃত্যু হয়েছে।
করোনার নতুন উপপ্রজাতি NB.1.8.1-এর কারণেই সংক্রমণের হার বাড়ছে। জানা গিয়েছে, করোনার এই নতুন সাব ভ্যারিয়েন্ট চীনে প্রথম শনাক্ত হয়েছে। সিঙ্গাপুর, হংকং-সহ এশিয়ার দেশগুলির পাশাপাশি, আমেরিকাতেও নয়া ভ্যারিয়েন্ট চিহ্নিত হয়েছে। চিকিৎসা বিজ্ঞানীদের একাংশ মনে করছেন, সংক্রমণের হার বাড়ার নেপথ্যে রয়েছে করোনার নতুন স্ট্রেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই নয়া স্ট্রেনকে ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং (VAM) বলে উল্লেখ করে পর্যবেক্ষণ চালাচ্ছে।