স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়ার হুমকি, তৎপর বিধাননগর থানার পুলিশ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩৫: পহেলগাঁও হামলার ঘটনা এখনও মানুষের মনে টাটকা। এই আবহে এবার স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল এসে পৌঁছল বাংলায়। আইইডি বিস্ফোরণের হুমকি আসে ডেপুটি ডিরেক্টর হেলথ সার্ভিসের কাছে। আর এই মেলের খবর পেতেই তৎপর বিধাননগর থানার পুলিশ।
খবর পাওয়া মাত্রই পৌঁছে যান বিধাননগর পুলিশের আধিকারিকরা। গোটা এলাকায় তল্লাশি চালানো হয়। যদিও এখনও তেমন কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকালে আসা ওই হুমকি মেলে বলা হয়, ৪টি IED দিয়ে ৩০ মিনিটের মধ্যে স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়া হবে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্বাস্থ্যভবনে থাকা কর্মীদের মধ্যে।
খবর দেওয়া হয় বিধাননগর থানায়। পুলিশ কুকুর ও বম্ব স্কোয়াড এসে গোটা এলাকায় তল্লাশি শুরু করে। যদিও সেই তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে একটি ভুয়ো মেল আইডি থেকে ওই মেলটি করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি। কোথা থেকে ওই মেল এসেছিল তা জানতে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।