দেশ বিভাগে ফিরে যান

Operation sindoor: সর্বদলীয় প্রতিনিধি দলের সফর শেষে সংসদের বিশেষ অধিবেশন?

May 26, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০৯: পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গি হামলা, পাকিস্তানকে জবাব দিতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর
ইত্যাদি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের কাছে বিশেষ সংসদীয় অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছিল বিরোধী দলগুলি। শোনা যাচ্ছে, বিরোধীদের চাপে এবার বিশেষ অধিবেশন ডাকার ভাবনাচিন্তা শুরু হয়েছে কেন্দ্রের অন্দরে। পাকিস্তানের মুখোশ খুলতে বিদেশ সফরে রয়েছে ভারতের সংসদের প্রতিনিধি দল। তাঁরা ফিরলে বিশেষ অধিবেশন হতে পারে বলে জানা যাচ্ছে।

রাজধানীর অন্দরে জোর জল্পনা, জুনের মাঝামাঝি সময়ে সংসদে বিশেষ অধিবেশন ডাকা হতে পারে। জানা গিয়েছে, যে সব সাংসদ বর্তমানে বিদেশ সফরে রয়েছেন, তাঁরা ফেরার পর সেই অভিজ্ঞতা জানতে সংসদের বিশেষ অধিবেশনে তাঁদের বলার সুযোগ দেওয়া হতে পারে। বিশেষ অধিবেশনে আলোচনা শুরুতে বক্তব্য রাখতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ দিয়ে অধিবেশন শেষ হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।

প্রসঙ্গত, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সংসদীয় প্রতিনিধি দল দেশে ফেরার পরে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি তুলেছিলেন। তাঁর মতে, কী কী ঘটছে, সেই ঘটনা পরম্পরা জানার অধিকার রয়েছে দেশবাসীর। সংসদের বিশেষ অধিবেশনের মাধ্যমে তা সকলের সামনে আনা হোক। তারও আগে, অপারেশন সিঁদুরের পরই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবিতে সরব হয়েছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#politics, #parliament session, #Operation Sindoor

আরো দেখুন