এবার কলকাতায় বৃষ্টির জল নামবে দ্রুত, জানালো পুরসভা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: কেরলে বর্ষা ঢুকে গেছে। প্রায় ৯ বছর পর সময়ের আগেই এবার বর্ষার আগমন হয়েছে কেরলে। শোনা যাচ্ছে, মে মাসের শেষ সপ্তাহেই কলকাতায় বর্ষা ঢুকবে।
শহরে জল জমে জনজীবন যাতে বিপর্যস্ত না হয় সেইজন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার দাবি, তাদের প্রস্তুতির কারণে এ বার প্রবল বর্ষণেও কলকাতা শহরে আর জল জমে থাকবে না।
প্রত্যেকবারই বর্ষায় উত্তর থেকে দক্ষিণ কলকাতা সহ আশেপাশের বাকি জেলাগুলিতে বৃষ্টি হলেই জল দাঁড়ায়।
জমা জলের কারণে প্রতি বছরই নাকাল হন বাসিন্দারা। সমালোচনার মুখে পড়তে হয় পুরসভাকেও। তাই এবার কয়েক মাস আগে থেকেই তারা নিকাশি প্রস্তুতি শুরু করেছেন।
এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এ বার টানা প্রবল বৃষ্টিপাত হলেও, সেই জল কয়েক ঘণ্টার মধ্যে নামানো সহজ হবে।
সেচ দফতরের সঙ্গে আলোচনা করে আগে থেকেই কলকাতা শহরের থাকা খালগুলি সংস্কার করার কাজ শুরু হয়েছে চলতি বছর ফেব্রুয়ারি মাস থেকে। তাছাড়া কলকাতা শহরের নিকাশি নালাগুলি ‘ডিস্টিলিং’ করে সেখানে জমে থাকা আবর্জনা বের করা হয়েছে। আর তাই এবার বর্ষায় জল জমবে না বলেই আশাবাদী পুরসভা।