রাজ্য বিভাগে ফিরে যান

স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণদানের নিরিখে দেশে দ্বিতীয় বাংলা, বলছে কেন্দ্রের রিপোর্ট

May 27, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০৭: কেন্দ্রের প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সরকার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে মোট ৩০ হাজার কোটি টাকার ঋণ দিয়েছে। উপকৃত হয়েছে রাজ্যের প্রায় ১০ লক্ষ ৩৭ হাজার স্বনির্ভর গোষ্ঠী। ফলে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণদানের নিরিখে (২০২৪-২৫ অর্থবর্ষে) সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করল বাংলা। শীর্ষে অন্ধ্রপ্রদেশ৷

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, পালা বদলের আগে অর্থাৎ ২০১০ সালে স্বনির্ভর গোষ্ঠী পিছু রাজ্যে ঋণের গড় পরিমাণ ছিল ৪৬ হাজার টাকা। সেখানে এবারে বাংলায় স্বনির্ভর গোষ্ঠী পিছু ঋণের গড় পরিমাণ প্রায় তিন লক্ষ টাকা। প্রসঙ্গত, এর মধ্যে অধিকাংশ স্বনির্ভর গোষ্ঠীই মহিলা দ্বারা পরিচালিত হয়।

প্রশাসনের এক কর্তার কথায়, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই মেয়েদের আর্থিক স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন, তারই নিটফল ১৪ বছরে স্বনির্ভরগোষ্ঠীগুলির এই চোখধাঁধানো সাফল্য।”

গ্রামীণ জনগণের আর্থিক উন্নতিতে স্বনির্ভর গোষ্ঠীর প্রচলন শুরু হয়েছিল বাম আমলে। তৃণমূলের জমানায় তা আরও সমৃদ্ধ হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর নিরিখে এই মুহূর্তে সারা দেশে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের মোট স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ১২ লক্ষ ১ হাজার। এর সঙ্গে জড়িত প্রায় ১.২১ কোটি পরিবার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Central report, #Women of Bengal, #West Bengal, #self help group

আরো দেখুন