নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৪:৪০: গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা। তৎপরতার সঙ্গে সেই মহিলাকে উদ্ধার করে প্রাণে বাঁচাল কলকাতা রিভার ট্রাফিক পুলিশ (আরটিপি)। সোমবার দুপুর তিনটে নাগাদ শিপিং জেটির কাছে ঘটনাটি ঘটে।
মহিলার বয়স প্রায় ৫০ বছর। এদিন হাওড়া থেকে কলকাতা আসার পথে মাঝ গঙ্গায় লঞ্চ থেকে হঠাৎই ঝাঁপ দেন ওই মহিলা। লঞ্চ আরটিপিকে জানায়। খবর মিলতেই এক সাব ইনসপেক্টর ও দু’জন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মী দ্রুত জেটস্কি নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। মহিলাকে উদ্ধার করে উত্তর বন্দর থানার হাতে তুলে দেওয়া হয়। পরে তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
This afternoon, a woman jumped into the Hooghly river from a vessel. River Traffic police responded with remarkable promptness and professionalism and their swift actions ensured the woman was safely rescued. She was immediately brought ashore and provided necessary assistance… pic.twitter.com/C5J9IREMnf