দেশ বিভাগে ফিরে যান

পাক জঙ্গিহানা নিয়ে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি তৃণমূল কংগ্রেস সাংসদদের

May 27, 2025 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৬:৪০: মঙ্গলবার সংসদের সেন্ট্রাল হলে তৃণমূলের রাজ্যসভা এবং লোকসভার সাংসদেরা বৈঠকের পর এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় গোয়েন্দা ব্যর্থতা? হামলাকারীরা এই মুহূর্তে কোথায় কী অবস্থায় রয়েছে? তাদের ধরতে কী কী পদক্ষেপ করেছে কেন্দ্র? এসব প্রশ্নের জবাব চেয়ে ফের সংসদের বিশেষ অধিবেশনের দাবি তুলল বাংলার শাসকদল তৃণমূল।

মঙ্গলবার দিল্লিতে সংসদের সেন্ট্রাল হলে তৃণমূল সংসদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠক হয়। ছিলেন লোকসভা ও রাজ্যসভা প্রায় সব জনপ্রতিনিধি। সেখানে আলোচনাক্রমে সিদ্ধান্ত হয়েছে, কেন্দ্রের উপর চাপ বাড়াতে সংসদে বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখা হোক। এরপরই চিঠির খসড়া তৈরি হয়। সাংসদরা তাতে সই করেন এবং চিঠি পাঠানো হয় প্রধানমন্ত্রীর দপ্তরে। এদিনের বৈঠকের গোটা বিষয়টি সাংবাদিকদের জানান বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ।

বিশ্বমঞ্চে পাকিস্তানের মুখোশ খুলতে উপমহাদেশে ঘুরছে সংসদীয় প্রতিনিধিদল। একটি দলের নেতৃত্বে রয়েছেন জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা। সেই দলে তৃণমূলের তরফে রয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাপান ঘুরে দক্ষিণ কোরিয়া পৌঁছেছে দলটি। এর পর তারা যাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। তৃণমূলের সংসদীয় দলের দাবি, প্রতিনিধিদল দেশে ফেরার পর বিশেষ অধিবেশন হোক সংসদের দুই কক্ষে।

এদিন বৈঠকের পরে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘‘যাঁরা পহেলগাঁওয়ে জঙ্গিহানায় শহিদ হয়েছেন এবং যে জওয়ানেরা দেশের মানুষকে রক্ষা করতে গিয়ে শহিদ হয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানাতে তৃণমূলের সংসদীয় দলের তরফে বৈঠক হয়েছে। আমরা চাই, এ নিয়ে রাজ্যসভা এবং লোকসভাতেও বিশেষ অধিবেশনের আয়োজন হোক। এ নিয়ে আমরা প্রধানমন্ত্রীকে লিখিত আবেদন করেছি।’’

সাগরিকা ঘোষ জানান, তাঁরা দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৈঠক করেছেন। তৃণমূলনেত্রী আগেই জানিয়েছেন, জঙ্গিহানার প্রেক্ষিতে তৃণমূল কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছে। বিদেশে যে প্রতিনিধি দল গিয়েছে তাতেও তৃণমূল অংশ নিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#parliament session, #Pahalgam Incident, #India Pakistan War, #tmc

আরো দেখুন