দিল্লিতে আজ তৃণমূলের সাংসদদের বৈঠক, এজেন্ডা ঘিরে জল্পনা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১১:৪০: আজ মঙ্গলবার তৃণমূলের সংসদীয় দল দিল্লিতে তৃণমূল দপ্তরে একটি জরুরি বৈঠকে বসবে বলে খবর। জানা যাচ্ছে এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সকল সাংসদদের। বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ বিষয়ক সংসদীয় কমিটির প্রতিনিধি দলের সঙ্গে সফরে বেরিয়েছেন, তাই তিনি এই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না ।
ওয়াকিবহাল মহলের ধারণা, সংসদের বিশেষ অধিবেশনকে উপলক্ষ্য করেই দিল্লিতে আজকের এই বৈঠকে হতে পারে। সম্প্রতি, ভারত-পাকিস্তানের মধ্যে চলা সংঘর্ষ ও পরবর্তীতে হওয়া বিরতিতে সরকারের ভূমিকা নিয়ে সঠিক ধারণা পেতে কলকাতা থেকেই সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি তুলেছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিশেষ অধিবেশনের দাবি তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে কংগ্রেসও।
তবে সেই অধিবেশন আদতেই হবে কি না, তা নিয়ে এখনও কোনও উচ্চবাচ্য করেনি কেন্দ্রীয় নেতৃত্ব। জানা যাচ্ছে, যদি এরকম অধিবেশন হয়, তাহলে তা নিয়েই কৌশল রচনা করতে প্রস্তুত হচ্ছে তৃণমূল।
আজ নয়াদিল্লিতে আয়োজিত সংসদীয় বৈঠকে আলোচনা হতে পারে, কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ এবং গত কয়েক মাস ধরে রাজ্য থেকে পাশ হওয়া যে বিলগুলি রাষ্ট্রপতির দরবারে আটকে রয়েছে, সে বিষয়ও।
তবে আলোচনার বিষয়বস্তু কী টা নিয়ে এখনও জল্পনা চলছে।