পিছিয়ে গেল শাহের বঙ্গ সফর, নেপথ্যে কোন কারণ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৪৮: হাফবেলাতেই পাল্টে গেল ছবি। মঙ্গলবার দুপুরে শোনা গিয়েছিল ৩১ মে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু রাত হতেই পিছিয়ে গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফর। আগামী ৩১ মে বাংলায় আসছেন না শাহ। শাহী সফর পিছিয়ে যেতেই রাজ্য রাজনীতিতে শুরু হল জল্পনা।
কেন পিছিয়ে গেল শাহের সফর? বঙ্গ বিজেপি নেতারা কার্যত মুখে কুলুপ এঁটেছেন। সূত্রের খবর, সপ্তাহ খানেক পর বাংলায় আসতে পারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার শাহী সফর ঘোষণা হতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলের বিধায়কদের জানিয়েছিলেন, “ওই দিন (১ জুন) জামাইষষ্ঠী রয়েছে। শ্বশুরবাড়ি যাওয়ার অছিলায় অমিত শায়ের সভায় অনুপস্থিত থাকা যাবে না। আগে সভায় হাজির হতে হবে। সভা শেষে হওয়ার পর জামাইষষ্ঠী করতে যেতে পারেন বিধায়কেরা।” শুভেন্দুর নির্দেশের পর দোটানায় পরে যান গেরুয়া বিধায়করা। শাহের সফর বাতিল হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বিধায়করা।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শাহের সফর বাতিলে নেপথ্যে একাধিক কারণ থাকতে পারে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, দুই হেভিওয়েট নেতা পরপর বঙ্গ সফরে এলে মাঠ ভর্তি করাতে দলীয় কর্মীরা সমস্যায় পড়তে পারেন। ফাঁকে মাঠে ভাষণ দিতে হলে শুভেন্দু, সুকান্তদের উপর চটবেন শাহ। বিজেপির সাংগঠনিক দৈন্যদশা দিন দিন প্রকট হচ্ছে। অন্যদিকে, চলতি সপ্তাহে বিজেপির কেন্দ্রীয় সভাপতি বাছাইয়ের কাজ হতে শুরু হতে পারে। তা নিয়ে ব্যস্ত শাহ ব্যস্ত থাকতে পারেন।