সিপিএমের যুব সংগঠনের দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্মেলনে সম্পাদক ও সভাপতি নির্বাচন করা গেল না

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০০: গত সপ্তাহে বারুইপুরে ডিওয়াইএফআই’য়ের দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্মেলন হয়েছে। সম্মেলন শেষে সভাপতি ও সম্পাদক নির্বাচন করা যায়নি বলে খবর। মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্তদের উপস্থিতিতেও তা করা যায়নি। শেষে দু’দিনের সম্মেলন হওয়ার পর কনভেনর পদে আনা হয়েছে অপূর্ব প্রামাণিককে। এরকম কেন হল?
এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্মেলনে কমিটি গঠন ঘিরে বিস্তর ঝঞ্ঝাট হয়েছিল। সে জট পার্টি কংগ্রেস শেষ হয়ে যাওয়ার পরও কাটেনি। সেই ঝঞ্ঝাটের ছায়া কি যুব সম্মেলনের উপরও এসে পড়ল? গত সপ্তাহের শনিবার শুরু হয়েছিল জেলা সম্মেলন। উপস্থিত ছিলেন যুব সম্পাদক ও সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়, রাজ্য যুব সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত সহ অন্যান্য নেতৃত্ব।
সূত্রের খবর, বিদায়ী কমিটির তরফে প্রস্তাব এলে তার বিরোধিতা শুরু করে অন্য পক্ষ। শেষপর্যন্ত নতুন কমিটি গঠন করাই যায়নি। তারপর যুব নেতা অপূর্ব প্রামাণিককে জেলার কনভেনর পদে রাখা হয়। স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন সভাপতি-সম্পাদক স্থির করা গেল না? এই একই সমস্যায় পড়তে হয়েছিল পুরুলিয়া জেলা সম্মেলনেও। সিপিএমের এক নেতার কথায়, ‘সংগঠনে কনভেনর করা নিয়মবিরুদ্ধ নয়। কিন্তু পার্টি সম্মেলনের সমস্যা এখনও কাটেনি। তার প্রভাব তো এখানে থাকবেই। তবে তেমন ঝামেলা হয়নি।’