রাজ্যসভায় প্রার্থী হলেন কমল হাসান, সমর্থন জানাবে DMK

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: তামিলনাড়ুর ক্ষমতাসীন দ্রাবিড় মুন্নেত্রা কড়গমের (ডিএমকে) সমর্থনে রাজ্যসভায় যেতে চলেছেন দক্ষিণী সুপরস্টার কমল হাসান। ২০২৬ সালে পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতেও বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে পারে। তার আগেই তিনি রাজ্যসভায় যেতে পারেন।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে তামিলনাড়ুতে ডিএমকে-কংগ্রেস জোটকে সমর্থন জানিয়েছিল অভিনেতা তথা রাজনীতিবিদ কমল হাসানের দল মক্কল নীধি মইয়াম। গত লোকসভা নির্বাচনে তামিলনাড়ুতে কোনও প্রার্থীই দেয়নি তাঁর দল। এবার উপহারস্বরূপ কমল হাসানের দলকে আসন্ন রাজ্যসভার নির্বাচনে একটি আসন ছেড়ে দিল তামিলনাড়ুর শাসক দল ডিএমকে। বুধবার ডিএমকের তরফে জানানো হয়েছে, তাঁদের দল থেকে পি উইলসন, আর শিবালিঙ্গম ও রোকিয়া মালিককে রাজ্যসভার তিনটি আসনে প্রার্থী করা হচ্ছে। একটি আসন ছেড়ে দেওয়া হচ্ছে মক্কল নীধি মইয়ামের জন্য।
তারপরেই জানা যায়, ডিএমকের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হচ্ছেন বর্ষীয়ান অভিনেতা তথা মক্কল নীধি মইয়ামের প্রধান কমল হাসান। দলের তরফে তাঁকে ওই আসনে প্রার্থী করার জন্য একটি প্রস্তাবও পাস করা হয়েছে। সূত্রের খবর, রাজ্যসভায় কমল হাসানের প্রবেশ শুধুমাত্র সময়ের অপেক্ষা। তামিলনাড়ু থেকে চলতি মাসেই রাজ্যসভার ছটি আসন ফাঁকা হচ্ছে। ওই আসনগুলিতে আগামী ১৯ জুন নির্বাচন রয়েছে।