পাক বায়ুসেনার অস্ত্রভাণ্ডার ধ্বংস ভারতের: জানাচ্ছে নতুন স্যাটেলাইট ছবি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুধু পাকিস্তান-পোষিত জঙ্গিদের ঘাঁটিই নয়, পাকিস্তান বায়ুসেনার ভূগর্ভস্থ অস্ত্র ভাণ্ডারও উড়িয়ে দেওয়া হয়েছে ভারতীয় হানায়! চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে নব্য প্রকাশিত কিছু স্যাটেলাইট বা উপগ্রহের চিত্রের মাধ্যমে।
নতুন প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে যে পাকিস্তানের মুরিদকে বায়ুসেনা ঘাঁটির লুক্কায়িত, আন্ডারগ্রাউন্ড অস্ত্রের ভাণ্ডারের থেকে মাত্র ৩০ মিটার দূরে, ৩ মিটার চওড়া একটি গর্ত হয়েছে। সেই গহ্বর যে ভারতীয় সন্ত্রাস বিরোধী প্রত্যুত্তরেই হয়েছে, তা বলার অপেক্ষা রাখেনা। অপারেশন সিঁদুরের পর এই প্রথম প্রকাশ্যে এসেছেন মুরিদকে এয়ার বেসের ছবি।
এক বেসরকারি সংস্থা, মাক্সার টেকনোলজি, এই স্যাটেলাইট ইমেজ প্রকাশ্যে এনেছে। গহ্বর এবং ধ্বংস হওয়া এলাকা দেখলে বোঝা যায়, ওই স্থানে ভূগর্ভস্থ পরিকাঠামো তৈরি করেছিল পাকিস্তান, যা ইতিমধ্যেই ধ্বংস হয়েছে।
জানা যায়, মুরিদকে বায়ুসেনা ঘাঁটিতেই পাকিস্তান এয়ারফোর্সের কমান্ড বেস এবং ড্রোন জাতীয় প্রযুক্তি পরিচালনার কাজ করা হত। সেই ঘাঁটি লক্ষ্য করেই ভারত প্রেসিশন স্ট্রাইক করেছে। দেখা যাচ্ছে, ঘাঁটির পাশে একটি ভবন জাতীয় নির্মাণও ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের আক্রমণের ফলে।
এর আগে প্রকাশিত উপগ্রহচিত্রে দেখা গিয়েছিল কীভাবে পাকিস্তান বায়ুসেনার মুখ্য বেস নুর খান-সহ, সারগোধা, ভোলারি, জাকোবাবাদ, সুক্কুরের মতো একের পর এক বায়ুসেনা ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে ভারত। তাই, পাকিস্তান যতই ঢক্কানিনাদ করুক না কেন, ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হয়েছে তারা।