উত্তরবঙ্গ সফরের আগে রাজ্য সরকারকে আক্রমণ মোদীর, কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩৬: জোড়া কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার আলিপুরদুয়ারে আসছেন নরেন্দ্র মোদী। তার একদিন আগেই বুধবার রাজ্য সরকারকে আক্রমণ করলেন তিনি। আলিপুরদুয়ারের সভার কথা জানিয়ে বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করেন।
মোদীর দাবি, বাংলার মানুষ এই সরকারের দুর্নীতি ও প্রশাসনিক দুর্বলতার কারণে ক্লান্ত। পোস্টে তিনি লেখেন, ‘আগামীকাল বিকেলে আলিপুরদুয়ারে বিজেপির পশ্চিমবঙ্গ জনসভায় আমি ভাষণ দেব। গত এক দশক ধরে, এনডিএ সরকারের বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গের মানুষ ব্যাপকভাবে প্রশংসা করেছে। একই সঙ্গে তারা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং দুর্বল প্রশাসনে ক্লান্ত।’
এরপরই কড়া প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম করে বলা হয়েছে, ‘পরিযায়ী পাখিরা যখন বাংলা ভ্রমণ করছে, তখন কেন একটি সহজ প্রশ্নের উত্তর দেবেন না-কেন কেন্দ্র এখনও বাংলার ১.৭ লক্ষ কোটি টাকার ন্যায্য পাওনা আটকে রেখেছে?’