টিভি চ্যানেলে আমার সঙ্গে সরাসরি বিতর্কে বসুন, মোদীকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের
May 29, 2025 | 2min read
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৬: এই মুহূর্তে নবান্নে সাংবাদিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বাংলায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শাসক দলকে নিশানা করেছেন। তারই উত্তর দিতে গিয়ে তৃণমূল নেত্রী জানান:
এখন সব নামই কেন্দ্র দিচ্ছে, রাজনৈতিক ভাবে আকর্ষণীয় করে তোলার জন্য নাম দিয়েছে অপারেশন সিঁদুর। সর্বদলীয় প্রতিনিধি দল যখন বিদেশে গিয়ে দেশের হয়ে কথা বলছে তখন রাজ্যের এসে শাসক দলকে আক্রমণ করার এটা সময়? রাজনীতির হোলি খেলতে এসেছেন মোদীজি, এটা একজন প্রধানমন্ত্রীকে শোভা পায় না। আপনি আজ আমায় মুখ খুলতে বাধ্য করলেন।
মুর্শিদাবাদ, মালদার ঘটনা বিজেপি করেছে, দাঙ্গা তো বিজেপি করে। তার ডকুমেন্টেশন চাইলে আমি দিয়ে দেব, বাংলার সরকার মানবিক সরকার আর মোদী সরকার জুমলা সরকার।
মোদীর সভা ভরাতে অসম থেকে লোক নিয়ে আসতে হচ্ছে কেন? আলিপুরদুয়ারের সভায় কোচবিহার জলপাইগুড়ির লোক নিয়ে আসতে হচ্ছে কেন?
প্রথমে নিজেকে বলতেন চা ওয়ালা, তারপর হলেন পাহারাদার, এখন বলছেন সিঁদুর বেচবেন, সিঁদুর বিক্রি করা যায় না, ওটা মা বোনেদের সম্মান। লজ্জা করে না এসব বলতে। মধ্যপ্রদেশের বিজেপি নেতারা মা বোনেদের অসম্মান করছেন। বাংলায় এসে অপারেশন বেঙ্গল করবেন? মানে সন্ত্রাসবাদীদের সাথে বাংলাকে উনি মিলিয়ে ফেলছেন?
আপনার রাজ্যে সবচেয়ে বেশি দুর্নীতি হয়
আইন শৃঙ্খলা কেউ নিজের হাতে নিতে পারে না
আমি তো ভেবেছিলাম আপনি সেনাবাহিনীকে স্যালুট দিতে এসেছেন
আপনার গুজরাতে, মধ্যপ্রদেশে পাকিস্তানের চরবৃত্তি করার জন্য় যখন কেউ ধরা পড়েন, তখন আপনারা কী করেন?
এত বড় নেতা আপনি, অথচ আমেরিকা কিছু বললেই আপনি চুপ হয়ে যান!
সিকিমে তো গেলেনই না। ভয় পেয়েছেন? এতো তো বিদেশ সফর করে এলেন। এখনও জঙ্গিদের গ্রেফতার করতে পারেননি কেন? সব লোক দেখানোর জন্য।
ফেক ভিডিও বানিয়ে ওরা বাংলাকে বদনাম করছে, বাংলায় এসে উনি বাংলাকে অসম্মান করে গেলেন
এতো মিথ্যে কথা? সবচেয়ে বেশি ভ্রষ্টাচার তো আপনার সরকার রয়েছে।
চাকরি নিয়ে করতে কেস করেছে সিপিএম বিজেপি, আমরা করিনি, যা হয়েছে কোর্টের রায় অনুযায়ী।
১০০ দিনের কাজ, বাংলা আবাস যোজনার টাকা দেয়নি, সেই টাকাও আমাদের দিতে হচ্ছে। বাংলার স্বাস্থ্য, শিক্ষা সব ভেঙে দিতে চাইছেন উনি।
ওনারা নাকি মেট্রো প্রকল্পে টাকা দিয়েছেন, আমি রেলমন্ত্রী থাকাকালীন টাকা সব টাকা বরাদ্দ করে এসেছিলাম, খালি হয়ে কথা বলে. উনি মিথ্যের ঝুড়ি, মিথ্যের সওদাগর, মিথ্যাচারের ব্যবসাদার।
গণতান্ত্রিক কাঠামো নষ্ট করে দিয়েছেন, এসব উনি মানেনই না
টিভি চ্যানেলে আমার সঙ্গে সরাসরি বিতর্কে বসুন, আমি চ্যালেঞ্জ করছি। সঙ্গে আপনি আপনার টেলিপ্রম্পটার আনতে পারেন
আপনি এখানে ভোটার প্রচার করতে এসেছেন, ষড়যন্ত্র করতে এসেছেন।
আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আগামীকালই বাংলায় নির্বাচন করুন। আমরা প্রস্তুত, বাংলার মানুষ আমাদের সঙ্গে আছে কারণ আমরা কাজ করেছি মানুষের জন্য।