দেশ বিভাগে ফিরে যান

এবার দেশের স্কুলপাঠ্যে অপারেশন সিঁদুর?

May 29, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: ইতিমধ্যে রাজস্থানের স্কুল ও কলেজের সিলেবাসে অপারেশন সিঁদুর অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি বছর থেকেই নতুন পাঠ্যক্রম গৃহীত হবে সেরাজ্যের একাধিক ক্লাসে। অপারেশন সিঁদুর নামে আলাদা বইও থাকতে পারে সিলেবাসে। আরও বেশ কিছু রাজ্যও একই পদক্ষেপ নিতে পারে শোনা যাচ্ছিল। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইঙ্গিত, NCERT পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে অপারশন সিঁদুর। যদিও এই নিয়ে কোনও স্পষ্ট মন্তব্য করেননি তিনি।

একটি আলোচনাসভায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, “আমরা ইতিহাস মুছে ফেলি না। আমাদের দেশে বহু বীর শহিদ রয়েছেন, যাঁদের নাম কেউ জানেই না। জোরাওয়ার, ফতেহ সিংদের ক’জন চেনে? অন্ধ্রপ্রদেশের বাইরে আলুরি সীতারাম রাজুর নাম কেউ জানে? এনডিএ সরকার এই সমস্ত বীরদেরকে ফিরিয়ে আনতে চায় ইতিহাসে। অনেকে প্রশ্ন তোলে এই নিয়ে। তবে আমাদের দায়িত্ব ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরা। উত্তরাখণ্ড, দিল্লি, মধ্যপ্রদেশেও অপারেশন সিঁদুরকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার কথা চলছে। রাজস্থানে ইতিমধ্যেই হয়ে গিয়েছে।”

এনসিইআরটি বরাবর দেশের এই বিষয়গুলিকে গুরুত্ব দিয়েছে। শোনা যাচ্ছে অপারেশন সিঁদুর নিয়ে দেশের স্কুলপড়ুয়াদের ক্যাম্প করার নির্দেশ দিয়েছে এনসিইআরটি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Syllabus, #Operation Sindoor, #Operation Sindoor 2025, #India

আরো দেখুন