জাকার্তায় জাতির জনককে শ্রদ্ধাজ্ঞাপনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৬:৫৯: পাকিস্তানের সন্ত্রাস যোগের মুখোশ খুলতে বিশ্বজুড়ে ঘুরছে ভারতের সাংসদদের প্রতিনিধি দল। সর্বদলীয় সাংসদ প্রতিনিধি দলের একটি দলে আছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ঘুরে অভিষেকেরা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছেন। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জাকার্তায় মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানান। গান্ধী মেমোরিয়াল ইন্টারকন্টিনেন্টাল স্কুল ঘুরে দেখেন তিনি।
এক্স হ্যান্ডেলে অভিষেক লিখছেন, “জাকার্তায় আজ, গান্ধী মেমোরিয়াল ইন্টারকন্টিনেন্টাল স্কুল পরিদর্শন করার এবং জাতির পিতার মূর্তিতে শ্রদ্ধা নিবেদনের সৌভাগ্য হয়েছে আমার। গান্ধী সেবা লোক অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্যদের সঙ্গেও আলোচনা হয়েছে।” তিনি আরও লেখেন, “গান্ধীজির সত্য, অহিংসা এবং সহিষ্ণুতার বার্তা মানবতার পথপ্রদর্শক আলো যা আমাদের মনে করিয়ে দেয় যে শক্তি নয়, নৈতিক সাহসই প্রকৃত নেতৃত্বের পরিচায়ক। ক্রমবর্ধমান বিরোধের ছায়ায় ঢেকে যাওয়া পৃথিবীতে, তাঁর আদর্শ আমাদের কেবল সান্ত্বনাই দেয় না, পথনির্দেশও করে।”