BREAKING কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, নিমরাজি হয়েও জোটে বামেরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, ওই আসনে জোটেই লড়ছে বাম-কংগ্রেস। বামেদের সমর্থন নিয়ে কংগ্রেসের টিকিটে উপ ভোটে লড়বেন কাবিলউদ্দিন শেখ। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও প্রার্থী ছিলেন তিনি। সূত্রের খবর, লিখিত শর্তের ভিত্তিতে আসন্ন উপনির্বাচনে কালীগঞ্জ আসনটি কংগ্রেসকে ছাড়তে রাজি হয়েছে আরএসপি। শুক্রবার, বামফ্রন্টের বৈঠকে সর্বসম্মতিক্রমে এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে বলে খবর।

২০১৬ এবং ২০২১ সালে কংগ্রেসের সঙ্গে জোটে আরএসপি আসনটি ছেড়ে দিয়েছিল। কিন্তু ২০২৬-এর বিধানসভা ভোটে এই আসন কংগ্রেসকে ছাড়া হবে না। সেখানে আরএসপির প্রার্থীই লড়বেন। বৈঠকে এই মর্মেই লিখিত শর্ত দিয়েছে আরএসপি।
উল্লেখ্য, মঙ্গলবার মহম্মদ সেলিম কালীগঞ্জে সিপিএম প্রার্থী দেবে বলে ঘোষণা করে দিয়েছিলেন। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যকে ফোন করে সিপিএম প্রার্থীকে সমর্থনের প্রস্তাব দেন। রাজি হননি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আরএসপি দাবি করে, সিপিএম নয়, তারাই কালীগঞ্জে প্রার্থী দিতে আগ্রহী। আলোচনার পর কংগ্রেসের সঙ্গে জোটে সম্মত হয় বামেরা।