ভোটের জন্য চুক্তিভিত্তিক কর্মীতে নিষেধাজ্ঞা কমিশনের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪৬: ভোটের কোনো কাজ চুক্তির ভিত্তিতে নিয়োজিত কর্মীদের দিয়ে করানো যাবে না, পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। মনোনয়ন থেকে স্ক্রুটিনির কাজ হোক বা প্রিসাইডিং অফিসারের ডিউটি, কোনো কাজেই আর নেওয়া যাবে না চুক্তিভিত্তিক কর্মীদের।
এতে কিঞ্চিৎ চিন্তায় পড়েছে রাজ্য সরকার, কারণ এতদিন বুথ লেভেল অফিসার বা বিএলওর কাজগুলি করানো হত এই চুক্তিভিত্তিক কর্মীদের দিয়েই। সেই দায়িত্বপালন বন্ধ হলো নির্বাচন কমিশনের নির্দেশে।
অস্থায়ী সরকারি কর্মী, প্যারাশিক্ষক, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা বিএলও দায়িত্ব পালন করতেন এতদিন। কমিশনের নির্দেশে এখন প্রত্যেক বুথে ১৫০০ নয়, ১২০০জন করে থাকবেন – আর সেই জন্য বাংলায় বুথের সংখ্যা ৭৭ হাজারের থেকে বেড়ে ১ লক্ষ ছড়িয়ে গিয়েছে।
এখন উঠছে প্রশ্ন, এত বিপুল সংখ্যক কর্মী কোথা থেকে পাওয়া যাবে, যাদের দিয়ে ভোটের কাজ করাতে পারবে রাজ্য প্রশাসন? এই সিদ্ধান্তের জেরে বিশেষত শহুরে অঞ্চলে কর্মী পাওয়া যাবে না বলেই মনে করছে রাজ্য।