IPL 2025: ‘ই সালা কাপ নামদে” এবছর কি এই স্লোগান সত্যি হবে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: প্রতিবারের শুরুর মত এবারেও সমান উদ্যোগে আরসিবির ফ্যানরা টিভির সামনে বসেছিল ওদের বিখ্যাত ট্যাগ লাইন “ই সালা কাপ নামদে” র সাথে। আর এইবারে এখনও অবধি অনুগামীদের মুখের হাসি বজায়ও রেখেছে আরসিবি।
গ্রুপ লিগে ৭টি বাইরের মাঠে এবং দুটি ঘরের মাঠে ম্যাচ জিতে লীগ টেবিলে দ্বিতীয় স্থানে শেষ করেছিল তারা। কিন্তু গতকাল যেটা হলো তা বোধহয় সকলেরই কল্পনার বাইরে ছিল। মাত্র ১০ ওভারে পাঞ্জাবকে কোয়ালিফায়ারে হারিয়ে দিয়ে ৯ বছর পর ফাইনালে চলে গেল আরসিবি।
সিজনের শুরুতে অনেকেই বলেছিলেন আইপিএলের ১৮তম সিজনে আইপিএল ট্রফি যেন জার্সি নম্বর ১৮র হাতে ওঠে। আর সেই স্বপ্ন থেকে এখন এক কদম দূরে বেঙ্গালুরু।
এই সিজনে আরসিবির হয়ে সবথেকে বেশি রান বানিয়েছেন ক্রিকেটের রাজা বিরাট কোহলি। কোহলি এই সিজনে ১৪টি ম্যাচে ৫৫.৮১ র গড়ে ৬১৪ রান বানিয়েছেন। অন্যদিকে ১১ ম্যাচে ২১ উইকেটে নিয়ে আরসিবির হয়ে উইকেট তালিকার শীর্ষে যশ হেজেলউড। অন্যবারে বোলিং ইউনিট শক্ত হয়না আরসিবির কিন্তু এইবারে তাদের বোলিং ইউনিট শেষ ১৮ বছরে সবথেকে ভালো এমনটাও বলেছেন অনেক বিশেষজ্ঞরা।
এর আগেও ৩ বার ফাইনালে গিয়েছিলো বিরাটের বেঙ্গালুরু কিন্তু ট্রফি কোনোদিন হাতে আসেনি।
- প্রথমবার আরসিবি ফাইনালে যায় ২০০৯ এ। কিংবদন্তি অনীল কুম্বলের নেতৃত্বে। কিন্তু ফাইনালে গিয়ে গিলক্রিস্টের ডেকান চার্জার্সের কাছে মাত্র ৬ রানে হেরে যায় আরসিবি।
- দ্বিতীয়বার ফাইনালে যায় তারা ২০১১ সালে। ড্যানিয়েল ভিট্টোরির সামনে ছিলেন সেইবারে সদ্য বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেই ম্যাচে ৫৮ রানে পরাজিত হয় আরসিবি।
- ২০১৬ সালে স্বপ্নের ফর্মে ছিলেন কোহলি, গেইল, ডিভিলিয়ার্স রা। ফাইনালের প্রথম ব্যাটে নেমে ২০৮ রান করে ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদ। জবাবে প্রথম ১০ ওভারেই ১১৪ রানের পার্টনারশিপ গড়ে ফেলেন কোহলি ও গেইল। ৩৮ বলে ৭৬ বানিয়ে গেইল আউট হলেও কোহলি টিকে ছিলেন কিন্তু ১২.৩ ওভারে স্কোরবোর্ডে যখন ১৪০ আউট হয়ে যান কোহলি আর এত ভালো জায়গা থেকেও শেষে ৮ রানে হেরে যায় আরসিবি। বেন কাটিংয়ের সেই রাতের প্রদর্শন আজও দুঃস্বপ্ন হয়ে রয়ে গেছে বেঙ্গালুরুর অনুগামীদের মধ্যে। ক্রিকেটের রাজার মুকুটে সব আইসিসি ট্রফির মণি থাকলেও কোথাও একটা আইপিএলের অভাব রয়ে গেছে। এখন এটাই দেখার যে আরসিবি এবার তাদের প্রথম ট্রফি পায় কিনা।