শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল SSC

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, , ০৯:০০: ২০১৬ সালের শিক্ষকদের প্যানেল বাতিল হয়ে যাওয়ায় শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ করতে হবে সবরকম প্রক্রিয়া মেনে২০১৬ সালের শিক্ষকদের প্যানেল বাতিল হয়ে যাওয়ায় শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ করতে হবে সবরকম প্রক্রিয়া মেনে। ফলে আবারও পরীক্ষায় বসতে হবে চাকরিহারাদের। গত মঙ্গলবারই নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সুপ্রিম কোর্ট ৩১ মে-র মধ্যে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করতে বলেছে। ৩০ মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন তিনি। সেই মতো শুক্রবার সকালে আনুষ্ঠানিক ভাবে বিজ্ঞপ্তি স্কুলে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।
আগামী ১৬ জুন থেকে অনলাইনে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। অনলাইনে আবেদন করার শেষ দিন ১৪ জুলাই। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক পদের জন্য আবেদন করলে সাধারণ এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র পরীক্ষার্থীদের জমা দিতে হবে ৫০০ টাকা। আর তফসিলি জাতি, উপজাতি, প্রতিবন্ধী পরীক্ষার্থীদের দিতে হবে ২০০ টাকা। পরীক্ষায় বসার ফি জমা দিতে হবে ১৪ জুলাই রাত ১২টার আগে। লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ।
নতুন নিয়ম অনুযায়ী, পরীক্ষার্থীদের ওএমআর শিট স্ক্যান করে ডিজিটাল কপিগুলি ১০ বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। পাশাপাশি, ওএমআর-এর হার্ড কপিগুলি ২ বছর পর্যন্ত রাখা বাধ্যতামূলক। এতদিন পর্যন্ত এই হার্ড কপিগুলি মাত্র ১ বছর সংরক্ষণের নিয়ম ছিল।
নিয়োগ পরীক্ষায় বসার সর্বনিম্ন বয়সসীমা ২০ থেকে বাড়িয়ে ২১ করা হয়েছে। অর্থাৎ এখন থেকে ২১ থেকে ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বয়সে বিশেষ ছাড়ও প্রযোজ্য হবে।