রাজ্য বিভাগে ফিরে যান

মহিলা পুলিশদের ‘সিঁদুর’ পরালেন BJP কর্মীরা?

May 30, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫৯: সিঁদুর মন্তব্যের পারদ চড়লো এবার চুঁচুড়ায়। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা সফরে এসে বাংলা প্রশাসনকে নিশানা করার পরই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,”প্রধানমন্ত্রী সিঁদুর বেচতে এসেছেন”। এরপরই রাজনীতির ময়দান থেকে সামাজিক মাধ্যম সর্বত্র ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে বিজেপির নেতাকর্মীরা। এই ঘটনারই বহিঃপ্রকাশ ঘটলো আজ চুঁচুড়ার পিপুলপাতি পাঁচমাথা মোরে।

আজ সকাল থেকে মুখ্যমন্ত্রীর কথার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। আর সেই বিক্ষোভ সামলাতে যখন মহিলা পুলিশকর্মীরা যান তখন তাদেরকে সিঁদুর পরিয়ে দেওয়া হয় বিজেপির মহিলা সদ্যদের পক্ষ থেকে এমনটাই দাবি করেছে পুলিশকর্মীরা।

মহিলা পুলিশকর্মীদের বলতে শোনা যায়, ‘‘আমরা এখানে ডিউটি করতে এসেছি। জোর করে সিঁদুর পরিয়ে দিল!’’

অন্যদিকে নিরুপা চক্রবর্তী নামে এক বিজেপি কর্মীর কথায়, ‘‘সিঁদুর আমাদের অহঙ্কার। আমি নিজে সিঁদুর পরব। বিবাহিত মহিলাদেরও সিঁদুর পরাব। পুলিশকর্মীরা অবশ্য নিজে থেকেই সিঁদুর পরেছেন।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Female Police, #bjp, #bjp workers, #Sindoor

আরো দেখুন