রায়দিঘির কাছে উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে নিম্নচাপ, রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৭:৪১: বাংলার আকাশে দুর্যোগের মেঘ! শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ পৌঁছে গিয়েছে উপকূলে। এদিকে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে ঢুকছে বর্ষা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যবর্তী উপকূলের অংশ দিয়ে বৃহস্পতিবার বেলায় স্থলভাগে প্রবেশ করেছে নিম্নচাপ। প্রবেশস্থল ছিল রায়দিঘির কাছে, ক্যানিং থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এর ফলে মুষলধারে বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সমুদ্রের উপরেও বইছে ঝোড়ো হাওয়া। মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলে জারি করা হয়েছে লাল সতর্কতা। পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী অংশে রায়দিঘির খুব কাছ দিয়ে নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করেছে। আগামী কয়েক ঘণ্টায় তা আরও উত্তর-উত্তর পূর্বে এগোবে। তার পর ধীরে ধীরে নিম্নচাপ শক্তি হারাবে।
শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে। কলকাতা-সহ বাকি জেলাতে ৭০ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। শনিবারেও ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে।