নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯:০০: তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের চেয়ারপার্সেন করা হল রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহিলা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এতদিন এই দায়িত্বে ছিলেন। শুক্রবার তৃণমূল প্রেস বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে। আরও জানানো হয়েছে, শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
যেকোনও রাজনৈতিক দলের আইনি বিষয় দেখভালের জন্য লিগ্যাল সেল থাকে। মন্ত্রী মলয় ঘটককে সরিয়ে সেই সেলের দায়িত্বে চন্দ্রিমাকে আনল তৃণমূল। অর্থ, স্বাস্থ্য-সহ একাধিক দপ্তরের দায়িত্বে রয়েছেন চন্দ্রিমা। দলের মহিলা সংগঠনের পদেও রয়েছেন তিনি।