রাজ্য বিভাগে ফিরে যান

কালীগঞ্জ By-Poll-এ BJP-র প্রার্থী আশীষ ঘোষ, আগেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল, কংগ্রেস

May 31, 2025 | < 1 min read

কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল BJP। গেরুয়া শিবিরের প্রার্থী হচ্ছেন আশিস ঘোষ।

আগামী ১৯ জুন ভোট গ্রহণ হবে। আগেই প্রার্থী ঘোষণা করেছিল বাংলার শাসক দল। কালীগঞ্জ আসনে তৃণমূলের টিকিট লড়বেন আলিফা আহমেদ।

বামেদের সমর্থন নিয়ে কংগ্রেসের টিকিটে উপ ভোটে লড়বেন কাবিলউদ্দিন শেখ।

TwitterFacebookWhatsAppEmailShare

আরো দেখুন