দেশ বিভাগে ফিরে যান

পাক হামলার সময় সীমান্ত রক্ষা করেছেন বাংলার বীরাঙ্গনারা

June 1, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪০: অপারেশন সিঁদুরের পর তখন জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে শেল হামলা চালাচ্ছে পাকিস্তান। বর্ডার পাহারা দিচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নেহা ভাণ্ডারীর নেতৃত্বাধীন ৭জন মহিলা জওয়ানের একটি দল। নিরাপত্তার জন্য বিএসএফ তাঁদের ফেরৎ চলে আসতে বললেও তাঁরা তা না করে সমানে গুলিবর্ষণ করে যায় পাকিস্তানের উদ্দেশ্যে, যার জেরে পিছু হটতে হয় বর্বর পাক সেনাকে।

এই সাত বীর মহিলা বিএসএফ জওয়ানের দলে রয়েছেন বাংলার দুই বীরাঙ্গনা শম্পা বসাক ও স্বপ্না রথ, যাঁদের সঙ্গী এ.সি. নেহা ভাণ্ডারী, ওড়িশার জ্যোতি বানিয়ান, ঝাড়খণ্ডের সুমি জেস, পাঞ্জাবের মনজিৎ কৌর, মালকিৎ কৌর এবং কনস্টেবল শঙ্করী দাস।

পাকিস্তান সেনা এই ভারতীয় নারীবাহিনীর সঙ্গে পেরে না উঠে পালিয়েছিল। এক কথায় পালিয়ে প্রাণে বেঁচেছিল। কারণ ভারতকে তখন রক্ষা করছেন স্বয়ং মা দুর্গারা, যাঁরা ঠিক করেই নিয়েছিলেন যে পাকিস্তানকে উচিৎ শিক্ষা দিতেই হবে।

আখনুর সেক্টরে হওয়া শেল হামলার ছবি সকলে দেখেছেন। কিন্তু সেই শেল হামলা, এবং পাকিস্তানী সেনার আগ্রাসন থেকে ভারতবাসীদের যাঁরা একা হাতে তিন দিন, তিন রাত টানা রক্ষা করেছিলেন – সেই সকল বীরাঙ্গনাকে দৃষ্টিভঙ্গি স্যাল্যুট জানায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#indian army, #Operation Sindoor, #bsf women, #akhnoor sector, #pakistan

আরো দেখুন