শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৪-এর ভ্যালুয়েশন বাড়লো ১ লক্ষ কোটি, সবচেয়ে এগিয়ে LIC

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১১: গত কয়েক সপ্তাহ ধরে ধীরগতিতে এগোচ্ছে শেয়ার বাজার (Share Market)। কিন্তু মূলধনের ভিত্তিতে শীর্ষ ১০টি সংস্থার মধ্যে চারটির সম্মিলিত ভ্যালুয়েশন বাড়লো ১ লক্ষ কোটির বেশি, শুধুমাত্র গত এক সপ্তাহে। এদের মধ্যে সবথেকে বেশি লাভবান হয়েছে ভারতীয় লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (Life Insurance Corporation of India – LIC)।
গত এক সপ্তাহে বম্বে স্টক এক্সচেঞ্জের (Bombay Stock Exchange – BSE) বেঞ্চমার্ক পড়েছে ২৭০.০৭ পয়েন্ট, বা ০.৩৩ শতাংশ। যে চার সংস্থা সবথেকে লাভবান হয়েছে, তাদের মধ্যে এলআইসি ছাড়াও রয়েছে এইচডিএফসি ব্যাংক (HDFC Bank), ভারতীয় স্টেট ব্যাংক (State Bank of India- SBI), এবং ভারতী এয়ারটেল (Bharati Airtel)। সব মিলিয়ে তাদের ভ্যালুয়েশন বেড়েছে ১,০১,৩৬৯.৫ কোটি টাকা।
এলআইসির মার্কেট ভ্যালুয়েশন ৫৯,২৩৩.৬১ কোটি থেকে বেড়ে হয়েছে ৬,০৩,১২০.১৬ কোটি। ১৯,৫৮৯.৫৪ কোটি বাড়িয়ে নিজের মার্কেট ভ্যালুয়েশন ৭,২৫,০৩৬.১৩ কোটি করেছে স্টেট ব্যাংক।
ভারতী এয়ারটেল এবং এইচডিএফসি ব্যাংক যথাক্রমে ১৪,০৮৪.২০ কোটি ও ৮,৪৬২.১৫ কোটি টাকা ভ্যালুয়েশন বাড়িয়েছে গত এক সপ্তাহে।
উল্টোদিকে এক সপ্তাহে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, আইসিআইসিআই ব্যাংক, ইনফোসিস, বাজাজ ফাইন্যান্স এবং হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (Reliance Industries Ltd, Tata Consultancy Services (TCS), ICICI Bank, Infosys, Bajaj Finance, Hindustan Unilever Ltd) এক সপ্তাহে হারিয়েছে ৩৪,৮৫২.৩৫ কোটি টাকা।