বাবা মা হলেন পরম-পিয়া

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩৭: পরম-পিয়ার সংসারে নতুন অতিথি। জামাই ষষ্ঠীর দিনে পুত্র সন্তানের জন্ম দিলেন পিয়া চক্রবর্তী। উল্লেখ্য, ২০২৩-এর ২৭ নভেম্বর পিয়া চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। চলতি বছর প্রেম দিবসের পরের দিন, অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি সুখবর দিয়ে তাঁরা জানান, খুব শীঘ্রই তাঁদের সংসারে আসছে নতুন সদস্য। আজ, পয়লা জুন তাঁদের ঘরে নতুন অথিতি এল।
পিয়া চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের ঘর আলো করে এলো নতুন সদস্য। এই খবর প্রথম পোস্ট করে জানিয়েছেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং পিয়ার সহকর্মী, প্রখ্যাত মনোবিদ রত্নাবলী রায়।
ফেসবুকে পোস্ট করে রত্নাবলী পিয়াকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, আমরা সকলে অত্যন্ত খুশি। “জুনিয়ার” ভালো আছে। একজন কমেন্টকারীকে রিপ্লাই করে রত্নাবলী জানিয়েছেন যে মা ও সন্তান – দুজনেই ভালো আছেন।