নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ৯:৩৫: দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের হোটেলে বিধ্বংসী আগুন লাগে রবিবার গভীর রাতে। রাত ১ টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। হোটেলের বেশকিছুটা অংশ পুড়ে গিয়েছে। জানা গিয়েছে, রবিবার মধ্যরাতে আচমকাই আগুন লাগে ৪৪ এ শরৎ বোস রোডে পাঁচতলা এক হোটেলে। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। হোটেলে থাকা লোকজনকে দ্রুত বের করে আনা হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বিশাল বাহিনী। দমকলের ৫ টি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের সময় হোটেলে ৫০ জনের বেশি মানুষ হাজির ছিলেন। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন তাঁরা। কেউ কেউ হোটেলের বাইরে বেড়িয়ে আসেন। আটকে পড়া মানুষজনকে উদ্ধার করে আনা হয়। হতাহতের কোনও খবর মেলেনি। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ড ঘটেছে।