King নাকি Billy Hill? কোন নতুন অবতারে দেখা দিলেন শাহরুখ খান?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ২১:০০: বলিউড সুপারস্টার শাহরুখ খানের আসন্ন ছবি KING ঘোষণার পর থেকেই সব জায়গায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে । KING সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা খান। ভক্তরা সিনেমাটির আরও আপডেটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এর মধ্যেই সম্প্রতি একটি ভিডিও ইন্টারনেটে ঝড় তুলেছে যেখানে শাহরুখ খানকে একটি নতুন অবতারে দেখা যাচ্ছে, সম্ভবত KING’-র জন্য।

ছোট্ট এই ক্লিপে দেখা যাচ্ছে, শাহরুখ খান লিফট থেকে বেরিয়ে হোটেলের লবিতে ঢুকছেন। সানগ্লাস পরা এই সুপারস্টার সাদা জ্যাকেট, ধূসর ব্যাগি প্যান্ট এবং ম্যাচিং বিনি পরে বেরিয়ে আসছেন। মজার ব্যাপার হলো, সকলের দৃষ্টি আকর্ষণ করেছে তার সুসজ্জিত বাহুতে আঁকা সাহসী ট্যাটু ও Billy Hill লেখা একটি গেঞ্জি।
কে এই Billy Hill? “লন্ডনের গডফাদার” নামে পরিচিত বিশিষ্ট ব্রিটিশ গ্যাংস্টার এবং বিশেষ করে ১৯৫০-এর দশকে সংগঠিত অপরাধের একজন দক্ষ ব্যক্তি ছিলেন Billy Hill। তিনি লন্ডনের জুয়ার র্যাকেট নিয়ন্ত্রণ করতেন এবং বেশ কয়েকটি উল্লেখযোগ্য ডাকাতির পরিকল্পনা করেছিলেন, যার ফলে Great Train Robbery প্রভাবিত হয়েছিল যেটি ব্রিটিশ ইতিহাসের একটি বিখ্যাত এবং কুখ্যাত ডাকাতি। বিলি হিল ১৯৮৪ সালের ১ জানুয়ারী বেসওয়াটারে মারা যান। মজার ব্যাপার এই লুকটি আদৌ কিং সিনেমার নাকি Billy Hill-র উপর তৈরি হতে চলেছে কিছু! সিনেমাপ্রেমীদের কৌতূহল তুঙ্গে।