দেশে করোনা আক্রান্ত প্রায় ৪০০০, বাড়ছে বাংলাতেও

নিউ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১৩:০০: আবারও বাড়ছে কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয়ের (MoHFW) সর্বশেষ আপডেট (https://covid19dashboard.mohfw.gov.in/index.html) অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ভারতে সক্রিয় কোভিড কেসের সংখ্যা ৩,৯৬১ এ পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় নতুন সংক্রমিত হয়েছেন ২০৩ জন এবং ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বর্তমানে বাংলায় আক্রান্তের সংখ্যা ৩৩১। সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা কেরালায়, এই মুহূর্তে সেখানে active case এর সংখ্যা ১,৪৩৫। মহারাষ্ট্রে ৫০৬, দিল্লিতে ৪৮৩, গুজরাতে ৩৩৮।অন্যান্য যেসব রাজ্যের আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে সেগুলি হল – কর্ণাটক (২৫৩), তামিলনাড়ু (১৮৯), উত্তরপ্রদেশ (১৫৭) এবং রাজস্থান (৬৯)।
আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। গত ২২ মে active case এর সংখ্যা ছিল ২৫৭, ২৬ মে পর্যন্ত বেড়ে হয়েছিল ১,০১০ এবং আজ (২ জুন) তা তিনগুণেরও বেশি বেড়ে হয়েছে ৩,৯৬১।
রাজ্যগুলিকে জোরকদমে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। সরকারী এবং বেসরকারী হাসপাতালগুলিকে বেড, অক্সিজেন, অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য ওষুধের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর পাশাপাশি জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আর্জি জানিয়েছেন।
এই মুহূর্তে ভাইরাসের চারটি active উপ-ভেরিয়েন্ট চিহ্নিত করা গেছে – এগুলি হল LF.7, XFG, JN.1, এবং NB.1.8.1।এর মধ্যে প্রথম তিনটি বেশি প্রচলিত।