দেশ বিভাগে ফিরে যান

Operation Sindoor নিয়ে বিশেষ সংসদীয় অধিবেশনের দাবির পথে এগোচ্ছে তৃণমূল

June 2, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৫৬: অপারেশন সিঁদুরের পর সংসদের বিশেষ অধিবেশনের দাবিতে সরব বিরোধীরা। দাবি করা হচ্ছে, যেন সকল সাংসদদের উপস্থিতিতে, আইনসভায় ভারতীয় সেনার মহান কীর্তি নিয়ে আলোচনা করা হয়। কিন্তু, বিদেশে সংসদীয় দল পাঠালেও সংসদে বসতে নিমরাজি কেন্দ্রীয় সরকার। তাই এবার সেই অধিবেশন ডাকতে যাতে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়, সেই প্রক্রিয়া শুরু করে দিল তৃণমূল কংগ্রেসে।

দিনকয়েক আগে এই বিষয়ে, প্রাথমিকভাবে পার্লামেন্টের সেন্ট্রাল হলে বৈঠক করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। জানা যাচ্ছে, এই সপ্তাহেই বিশেষ অধিবেশনের দাবি নিয়ে সরকারিভাবে এগোবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, বিশেষ অধিবেশন শুরুর ক্ষেত্রে ইন্ডিয়া জোটের সব দলের (প্রায় ১৮টি দল) সমর্থন রয়েছে। এই ১৮টি দলের মধ্যে তৃণমূল কংগ্রেসে ছাড়া রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, শিবসেনা (উদ্ধব ঠাকরে)-র সবকটি দলীয় জাতীয় কংগ্রেসের জোটসঙ্গী। এই মর্মে বুধবারের মধ্যেই প্রধানমন্ত্রীর কাছে চিঠি জমা দেওয়া হবে। তবে শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি অবশ্য এবিষয়ে বিরোধী জোটের সঙ্গে থাকছে না বলে খবর।

একজন সাংসদ জানিয়েছেন, “দেশের মানুষের সবকিছু জানার অধিকার রয়েছে। একই মতে বিশ্বাসী রাজনৈতিক দলগুলি একসাথে কাজ করতে জুন মাসেই সংসদের স্পেশ্যাল অধিবেশন চায়।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #trinamool, #Operation Sindoor, #special parliamentary session

আরো দেখুন