Toy Train: ঘুমে এক সপ্তাহজুড়ে চলবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সামার ফেস্টিভ্যাল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: আবারও সামার ফেস্টিভ্যালের আয়োজন করছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। ৮ জুন থেকে ১৫ তারিখ পর্যন্ত চলবে উৎসব। ভারতের সর্বোচ্চ রেলস্টেশন ঘুমে বসছে উৎসবের আসর। পর্যটনের স্বার্থেই এই উৎসবের আয়োজন করা হচ্ছে।
বল পয়েন্ট ডুডল, নাচ-গান-আঁকা থেকে আবৃত্তি, ফটোগ্রাফি, ওয়ার্কশপ এবং DHR-এর ইতিহাস ঘিরে প্রদর্শনী থাকছে উৎসবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে DHR ইউনিভার্সাল মোশন আর্টস ফিল্ম ফেস্টিভ্যাল (DHUMA)। যা ১৪ জুন কার্সিয়াংয়ের আরপিএস বয়েজ হাই স্কুলে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় স্থানাধিকারীদের জন্য রয়েছে আর্থিক পুরস্কার।
এই প্রথম দার্জিলিং হিমালয়ান চলচ্চিত্র উৎসব আয়োজিত হতে চলেছে। ডিএইচআরের ডিরেক্টর ঋষভ চৌধুরীর কথায়, উৎসবসূচিতে নতুন সংযোজন ফিল্ম ফেস্টিভ্যাল, যা ডিএইচআরের ইতিহাসে প্রথম। রয়েছে ডকুমেন্টারি প্রতিযোগিতাও। আঁকা প্রতিযোগিতা হবে কার্সিয়াংয়ে ডিএইচআরের সদর দপ্তর এলিসিয়া প্যালেসে।
ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল রেললাইন। দীর্ঘদিন টয়ট্রেন পরিষেবা বন্ধ ছিল। যাত্রী ও পর্যটন ব্যবসায়ীরা হতাশ ছিলেন। বিকল্প হিসেবে ব্রেক জার্নি চালু হলেও আগের আমেজ ফেরেনি। মাঝেমধ্যেই নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং অবধি টয়ট্রেন পরিষেবা বাতিল করতে হচ্ছিল।
বছর দুয়েক আগে উৎসব আয়োজনের সিদ্ধান্ত নেয় ডিএইচআর। পর্যটনের পাশাপাশি পাহাড়ের সংস্কৃতি ও খাবারকে প্রচারের আলোয় আনাই ছিল লক্ষ্য। প্রথমবার উইন্টার ফেস্টিভ্যাল ২০২৩ সালে ব্যাপক সাড়া পায়। রেকর্ড পরিমাণ আয় বাড়ে রেলের। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, প্রতি বছর এই দুটো উৎসব হবে।
চলতি বছরের জুনে, ৮ তারিখ থেকে আটদিনব্যাপী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হতে চলেছে। পাহাড়ি হস্তশিল্প, খাবার, লোকসংস্কৃতি ও পরিবেশ সচেতনতা আন্তর্জাতিক পর্যটকদের কাছে তুলে ধরাই লক্ষ্য উৎসবের।