BCCI-র শীর্ষপদে কেন কংগ্রেস সাংসদ রাজীব শুক্ল?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫৬: ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের সভাপতির পদ ছাড়তে চলেছেন রজার বিন্নী। নানা মহলে শোনা যাচ্ছে, বিন্নীর পর রাজীব শুক্ল বোর্ড সভাপতির দায়িত্ব সামলাবেন। ১৯ জুলাই বিন্নীর ৭০ বছর বয়স হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সংবিধান অনুযায়ী, ৭০ বছর বয়স হলে আর সভাপতি পদে থাকা যায় না। ফলে বিন্নীকে সরতেই হবে।
এখন বোর্ডের সহ-সভাপতি রাজীব। তিনিই আপাতত তিন মাস বোর্ড সভাপতির দায়িত্ব সামলাবেন। সেপ্টেম্বরে ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা হবে। সেখানে নতুন সভাপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শোনা যাচ্ছে, রাজীবকেই ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী স্থায়ী সভাপতি বাছা হতে পারে। রাজীব শুক্ল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ। কেন একজন কংগ্রেস সাংসদকে বোর্ডের সভাপতি করতে চলছে বিজেপি তথা জয় শাহরা? তাহলে কি বিজেপি-কংগ্রেস কোনও সেটিং তত্ত্ব রয়েছে?
রাজীব সাংবাদিক ছিলেন। গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বলেও তিনি পরিচিত। এক শীর্ষ স্থানীয় নেতার দাবি, বিজেপি ও কংগ্রেসের মধ্যে সংযোগ রক্ষাকারী হিসাবে কাজ করেন রাজীব। সেই কারণেই নাকি হাজারও মামলার প্যাঁচপয়জার থাকলেও কংগ্রেস নেতাদের কখনওই জেলে যেতে হয় না।
বিগত কয়েক বছর ধরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে কার্যত পুতুল বসিয়ে, তাদের অঙ্গুলি হেলনে নাচিয়ে গিয়েছে বিজেপি। সৌরভ গঙ্গোপাধ্যায়, রজার বিন্নীদের বোর্ড প্রেসিডেন্ট বানিয়ে পুতুলের মতো ব্যবহার ও নিয়ন্ত্রণ করেছে কেন্দ্রের ক্ষমতাসীন দল। এবার রাজীব শুক্লকেও একইভাবে ব্যবহার করা হবে। তিনি যেহেতু দুই দলের মধ্যে মধ্যস্থতা রক্ষা করেন বলে শোনা যাচ্ছে, তাঁকে নিয়ন্ত্রণে রাখাও সহজ হবে বিজেপির পক্ষে।