দেশ বিভাগে ফিরে যান

বিরাটদের ফাইনালের আগে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গেটে বিস্ফোরণ, প্রশ্ন নিরাপত্তা নিয়ে

June 3, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৫৪: আজ আইপিএলের মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস। ফাইনালের আসর বসতে চলেছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। লক্ষ লক্ষ ক্রিকেট অনুরাগী জড়ো হবেন আজ।

কিন্তু ফাইনালের কয়েক ঘণ্টা আগেই বিস্ফোরণ ঘটল স্টেডিয়ামের মেইন গেটের বাইরে। এতেই বড় প্রশ্ন উঠে গেল নিরাপত্তা নিয়ে। দেশবিদেশের ক্রিকেটাররা থাকবেন, বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে সেখানে নিরাপত্তায় এত ঢিলেমি কেন?

জানা গিয়েছে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামের মূল গেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। যার জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সকালে স্টেডিয়ামে ঢোকার মূল গেটের বাইরে সিলিন্ডার বিস্ফোরণের এই ঘটনা ঘটে। রাস্তার পাশে খাবারে দোকানে এই বিস্ফোরণ ঘটে। অসতর্কতার জেরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সকালের দিকে লোকজনের আনাগোনা তেমন না থাকায় বড় রকমের দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কোনও হতাহতের খবর নেই।

আইপিএল ফাইনাল ঘিরে জমে উঠেছে ভিড়। সমর্থকরা ভিড় জমিয়েছেন। স্টেডিয়াম সংলগ্ন হোটেলগুলি ভর্তি। রাস্তার পাশের খাবার, পানীয়র দোকানগুলিতেও ভিড় উপচে পড়ছে। এমন পরিস্থিতিতে সিলিন্ডার বিস্ফোরণ নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#ahmedabad, #Explosion, #security, #Narendra Modi stadium, #rcb, #PBKS

আরো দেখুন