গ্যাসের দামে ৩০০ টাকা ছাড়?
নিউ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১৩:০০: গত মাসেই রান্নার গ্যাসের দাম সিলিন্ডার-প্রতি ৫০ টাকা করে বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার, যার জেরে পকেট পুড়েছে সাধারণ মানুষের। কিন্তু এবার গ্যাসে পেতে পারেন বিপুল ছাড়, কিন্তু কী ভাবে এবং কারা পাবেন এই ছাড়?
গ্যাসের দামে ৩০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকরা। এই ছাড়ের অর্থ ভর্তুকির অন্তর্ভুক্ত হবে এবং ঢুকে যাবে সোজা গ্রাহকদের ব্যাংক একাউন্টে। কিন্তু যে ব্যক্তিরা শুধু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় সিলিন্ডার পান, তাঁরাই এই ভর্তুকির টাকা পাবেন।
জনসাধারণের জন্য গ্যাসের দাম ৮৫৩ টাকা হলেও উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত ব্যক্তিরা ৫৫০ টাকায় গ্যাস পান। কিন্তু আপনিও হতে পারেন উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত! কী ভাবে?
আপনি যদি ভারতীয় নাগরিক হন, এবং আপনার কাছে বিপিএল রেশন কার্ড থাকলেই আপনি পেয়ে যাবেন উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার। কিন্তু আপনার বাড়ির আগে থেকে সিলিন্ডার কানেকশন থাকলে চলবে না। এর সঙ্গে আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে আপনিও পেয়ে যাবেন উজ্জ্বলা প্রকল্পের আওতায় গ্যাস সিলিন্ডার।