আইপিএল ফাইনালে চোকার্স তকমা ঘুচবে কার ?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৩:০০: একদিকে ১১ বছর পর ফাইনালে পঞ্জাব অন্যদিকে ৯ বছর পর বেঙ্গালুরু। দুই দলই কোয়ালিফায়ার এ গিয়ে হেরে যায় বার বার স্নায়ুর লড়াইয়ে। প্রতিবছর ভালোভাবে শুরু করলেও ১৮ বছরের আইপিএলে দুই দলেরই কারোর শেষটি শুভ হয়নি। আইপিএল এর কিন্তু দেড় যুগ পর আজ প্রথমবার এই দুজনের মধ্যে কেউ হতে চলেছে চ্যাম্পিয়ন।
২০০৮ থেকে এখনো অবধি একে অপরের বিরুদ্ধে ১৮ বার করেই জিতেছে অর্থাৎ এই কথা তো স্পষ্ট যে কেউ কাউকে ১ ইঞ্চি জমি ছাড়েনি বিগত বছরে কিন্তু আহমেদাবাদের জমিতে কে ম্যাচ জিতে ১৮ তম আইপিএলে খুঁটি পুঁতবে এটাই এখন প্রশ্ন।
বর্তমান আইপিএলের পরিসংখ্যানে লীগ টেবিলে নেট রান রেটে আরসিবিকে হারিয়ে ১৯ পয়েন্ট পেয়ে ১ নম্বরে পৌঁছেছিল পঞ্জাব কিংস কিন্তু কোয়ালিফায়ারে আরসিবির ফায়ারিং বোলিং লাইন আপ বুঝিয়ে দিয়েছিল কেন তারা মানুষের ফেভারিট।
সেই ম্যাচেই পঞ্জাবের অধিনায়ক বলেছিলেন ‘We lost the battle but not the war‘ আর সেটি তিনি প্রমান করেছিলেন কোয়ালিফায়ার ২ এর বিধ্বংসী ব্যাটিংয়ের দ্বারা। যেসময় সবাই ভেবেছিলেন যে পঞ্জাব হেরে যাবে সেই সময় শ্রেয়স ম্যাচটি বুমরাহ, হার্দিকের মত ম্যাচ উইনার্সদের থেকে কেড়ে এনেছিলেন।
চলতি মরশুমে বিরাট করেছেন ৬১৪ রান তার পাশেই ৬০৩ রান করে দাঁড়িয়ে আছেন আরেক দিল্লির ছেলে শ্রেয়স সুতরাং কেউ কাউকে এই মামলাতেও ছাড়তে রাজি নয়।
বোলিংয়ে একদিকে যেমন আরসিবিতে রয়েছেন হেজেলউড, ভুবিরা পঞ্জাবেও রয়েছেন অর্শদীপ, চাহালের মত টি ২০ স্পেশালিস্ট।
সুতরাং ১৮ বছর ধরে এক নাগাড়ে খেলে আসার পর কারোর একজনের ঘুচতে চলেছে চোকার্স তকমা কিন্তু সেটা কার সেই দিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।