IPL Final 2025; কে করবে বাজিমাত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,৮:৪০: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আজ হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর পাঞ্জাব কিংস। আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের এই ম্যাচের দিকেই আজ সকলের চোখ।
আহমেদাবাদের ২২ গজ স্কোরিং পিচ। তাই বড় সংখ্যার রান যে উঠবে, তা বলাই বাহুল্য। অতএব এবারের ফাইনালে একটি রুদ্ধশ্বাস ম্যাচ হতে চলেছে এটি। নিঃসন্দেহে টানটান উত্তেজনা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
উল্লেখ্য, বেঙ্গালুরু এবং পাঞ্জাব কেউই এখনও অবধি একবারও আইপিএল ট্রফি জেতেনি। ২০০৯ সালে প্রথম ফাইনালে উঠেছিল বেঙ্গালুরু। তারপর ২০১১ ও ২০১৬। তিনবার রানার আপ, ছয়বার প্লে অফের যোগ্যতা অর্জন করলেও কিন্তু কাপ আর পাওয়া হয়নি। অন্যদিকে রেকর্ড অনুযায়ী, পাঞ্জাব একবারই ফাইনালে উঠেছে, সেটা ২০১৪ সালে।
ফলে, এই বছর যে দলই জিতুক, তারাই হবে আইপিএল-এর ইতিহাসে নতুন চ্যাম্পিয়ন। সতেরো বছর পর এবার নতুন চ্যাম্পিয়ন পাবে আইপিএল। এখন সেই লিস্টে কারা নাম লেখাবেন, সেটাই দেখার।