এক ক্লিকেই জানানো যাবে অভাব-অভিযোগ! ‘সরাসরি সাংসদ’ App চালু তৃণমূল এমপি’র

জনসংযোগ বাড়াতে নয়া এক উদ্যোগ নিলেন বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। সোমবার ‘সরাসরি সাংসদ’ নামে অ্যাপ চালু করলেন তিনি। গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকে অ্যাপটি ডাইনলোড করা যাবে। অ্যাপটির মাধ্যমে সরাসরি সাংসদকে যাবতীয় অভাব-অভিযোগ জানানো যাবে। উল্লেখ্য, বারাকপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভায় প্রায় ১৫লক্ষ ভোটার রয়েছে।
গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকে ‘সরাসরি সাংসদ’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর মোবাইল নম্বরের মাধ্যমে তা লগ-ইন করতে হবে। তার জন্য দিতে হবে ওটিপি। বারাকপুর লোকসভার অন্তর্গত কোন বিধানসভার বাসিন্দা, নাম, ঠিকানা লিখে রেজিস্ট্রেশন করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সবকটি প্রকল্প সেখানে দেখা যাবে। নাগরিক পরিষেবা নিয়ে সমস্যা, পরামর্শও জানানো যাবে অ্যাপের মাধ্যমে। সাংসদ নিজে ও তাঁর অফিসের কর্মীরা অ্যাপটির উপর নিয়মিত নজরদারি চালাবেন। আম জনতার সমস্যার কথা শুনবেন। সমাধান হলে তাও জানিয়ে দেবেন।
সোমবার, টিটাগড়ে সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে ‘সরাসরি সাংসদ’ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ পার্থ ভৌমিক। স্কুল, কলেজ, হাসপাতালে ভর্তি করতে অসুবিধা হলে ‘সরাসরি সাংসদ’ অ্যাপে জানাতে বলেন সাংসদ। রাস্তা, আলো, পানীয় জল, নিকাশি নিয়ে সমস্যার হলেও অ্যাপে জানানোর আবেদন করেন। আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যার কথা এই অ্যাপে জানানো যাবে না। সেক্ষেত্রে পুলিশের সঙ্গেই যোগাযোগ করতে হবে। অভিনব উদ্যোগের মাধ্যমে মানুষের দুয়ারে পৌঁছে গেলেন সাংসদ। জনসাধারণও হাতের মুঠোফোনের মাধ্যমে নিজের সাংসদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।