Weather Forecast : গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, এক লাফে ৪ ডিগ্রি চড়বে পারদ!
June 3, 2025 | < 1min read
রোজই এক-দু’ডিগ্রি করে চড়ছে তাপমাত্রার পারদ।
নিউজ ডেস্ক , দৃষ্টিভঙ্গি,০৪:৪৫: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে না। যদিও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলতি সপ্তাহে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে রাজ্যে। অন্যদিকে একনগরের বৃষ্টিতে ভেসে যাচ্ছে উত্তরবঙ্গের অনেক জেলা। ১০ই জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকছে না।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি থাকবে।