লক্ষ লক্ষ মানুষকে বিপুল অঙ্কের চিকিৎসা পরিষেবা বিনামূল্যে পৌঁছে দিয়ে নজির ‘স্বাস্থ্যসাথী’র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১১:৫২: নজির গড়ল রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প। উত্তর ২৪ পরগনা জেলায় গত অর্থবর্ষে এই কার্ডের মাধ্যমে মানুষ বিনামূল্যে মোট ২৫১ কোটি টাকার চিকিৎসা পরিষেবা পেয়েছে। উত্তর ২৪ পরগনা জেলায় স্বাস্থ্যসাথীর উপভোক্তার সংখ্যা প্রায় সাড়ে ১৫ লক্ষ। তাদের মধ্যে এখনও পর্যন্ত উপকৃত হয়েছেন ৫ লক্ষাধিক মানুষ।
রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের তালিকায় একেবারে প্রথম সারিতে রয়েছে স্বাস্থ্যসাথী। যা গ্রামবাংলায় ব্যাপকভাবে সাড়া ফেলেছে। সরকারি পরিসংখ্যান বলছে, এই কার্ডের সাহায্যে বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে চিকিৎসা পরিষেবা পেয়েছে মানুষ। সেগুলির উপর প্রশাসনিক নজরদারি ছিল। বেসরকারি সংস্থার বেহিসেবি চিকিৎসা বিল করার প্রবণতা রুখেও দেওয়া গিয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পে ২০২৪-২৫ অর্থবর্ষে রাজ্য উত্তর ২৪ পরগনা জেলার জন্য ২৫১ কোটি টাকা খরচ করেছে। এপ্রিল ও মে মাসে জেলায় আরও কয়েক কোটি টাকার চিকিৎসা হয়েছে। সদ্য শেষ হওয়া অর্থ বছরে এই জেলায় স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুবিধা পেয়েছে ২ লক্ষ ৩ হাজার রোগী। প্রায় ১৮ হাজার মানুষ নতুন কার্ডও করিয়েছে।
উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী জানান, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডে এই জেলার বহু মানুষ চিকিৎসা করাচ্ছেন। সার্বিকভাবে সব দিকেই নজর রাখে জেলা প্রশাসন। এজন্য জেলায় বিশেষ টিম সক্রিয়। সাধারণ মানুষও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে অত্যন্ত খুশি।