রবীন্দ্র কাব্যের গহনে লুকিয়ে থাকা অমীমাংসিত সত্যের খোঁজে ঋত্বিক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩৭: বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা রবীন্দ্র অনুরাগী কবিদের মধ্যে কেউ একজন যখন কলমের বদলে হাতে তুলে নেয় রক্তমাখা ছুড়ি তখন…. ৷ এই প্রেক্ষাপটেই রবীন্দ্রভক্ত কবি ও তাঁর প্রতিশোধের কাহিনী পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক সায়ন্তন ঘোষাল ৷
আগামী ২০ জুন বড় পর্দায় মুক্তি পাচ্ছে ঋত্বিক চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত ‘রবীন্দ্র কাব্য রহস্য’ ৷ লন্ডনের প্রেক্ষাপটে পরিচালক সায়ন্তন ঘোষাল এই ছবি শ্যুট করেছেন। একটু অন্য ধাঁচের টানটান রহস্য রয়েছে ছবিতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির জনপ্রিয় গানের লাইন, ‘বিশ্ব যখন নিদ্রামগন, গগন অন্ধকার/ কে দেয় আমার বীণার তারে এমন ঝঙ্কার…’ শুরু হয় সিনেমার টিজার৷
খুনের রহস্য় এবং সিরিয়াল কিলিংয়ের প্রেক্ষাপটে দু’টো আলাদা টাইমলাইন উঠে এসেছে এই সিনেমায়। নোবেল প্রাপ্তির আগে একাধিকবার লন্ডনে যাতায়াত করেছিলেন রবি ঠাকুর। সেই সময়ে লন্ডনে বন্ধু উইলিয়াম রথেনস্টাইনের বাড়িতে গিয়ে উঠতেন তিনি। নোবেলপ্রাপ্তির আগে ও পরের সময় এবং 2022 সালের গল্প বলা রয়েছে ছবিতে।

উইলিয়ামের চরিত্রে অভিনয় করেছেন ঋতব্রত মুখোপাধ্যায়। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ঋত্বিক চক্রবর্তীর মতো অভিনেতাকে ফের একবার দেখা গিয়েছে গোয়েন্দা চরিত্রে৷ ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপে সৌগত বসু, সঙ্গীত পরিচালনায় দেবজ্যোতি মিশ্র, ক্যামেরায় টুবান, সম্পাদনায় শুভজিৎ সিংহ এবং অশোক ধানুকা, হিমাংশু ধানুকার প্রযোজনায় ঘনিয়ে উঠেছে রবীন্দ্র কাব্য রহস্য।