খেলা বিভাগে ফিরে যান

মেয়েদের ODI বিশ্বকাপের সূচী ঘোষণা হল

June 4, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,০৮:৫৫: গত ঘোষণা হয়ে গেলো মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের সূচী। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে। ভারত ও শ্রীলঙ্কায় হবে ম্যাচগুলি। ১২ বছর পর আবারও মহিলা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত।

অংশগ্রহণকারী দল : ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তান।

প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে। ২৯ অক্টোবর হবে সেমিফাইনাল (গুয়াহাটি / কলম্বোয়) আর ২ নভেম্বর হবে ফাইনাল ম্যাচ (বেঙ্গালুরু / কলম্বোয়)।

কোন কোন স্টেডিয়ামে হবে খেলা:
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম,
গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম, ইন্দোরের হোলকার স্টেডিয়াম, বিশাখাপত্তনমের ওয়াই এস রাজশেখর রেড্ডি স্টেডিয়াম ও কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cricket, #Team India, #ODI, #Women's cricket, #Women's World Cup

আরো দেখুন