‘কর্পূর’-র মতো কে উবে গেল? রহস্য ঘেরা সিনেমায় কুণাল ঘোষের অভিষেক

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,২১:০০: প্রয়াত সুব্রত মুখার্জি, মদন মিত্র, পার্থ ভৌমিকদের পর এবার অভিনয় জগতে হাতেখড়ি হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ। সাহিত্যিক দীপান্বিতা রায়ের ‘অন্তর্ধানের নেপথ্যে’ উপন্যাস অবলম্বনে পলিটিক্যাল থ্রিলার বানাতে চলেছেন অরিন্দম শীল। নাম রাখা হয়েছে ‘কর্পূর’।
আসুন দেখে নেওয়া যাক কে কোন চরিত্রে অভিনয় করবেন:
১) বামনেতা অনিল বিশ্বাসের চরিত্রে অভিনয় করবেন কুণাল ঘোষ।
২) লালবাজারের হোমিসাইড শাখার দুঁদে অফিসারের চরিত্রে অভিনয় করবেন ব্রাত্য বসু।
৩) বিমান বসুর চরিত্রে অভিনয় করবেন সাহেব চট্টোপাধ্যায়
৪) মুখ্য চরিত্র অর্থাৎ মনীষা মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
নিজের অভিনয় নিয়ে কুণাল ঘোষ বলেন, “বিনোদনের জগৎ থেকে রাজনীতিতে এসে দাপুটে ব্যাটিং করতে পারলে, রাজনীতি থেকে সিনেদুনিয়ায় সাংবাদিকতা এবং রাজনীতির জগতের একজন হয়ে অভিনয়ে কেন সফল হওয়া যাবে না?” বড়পর্দায় নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন কুণাল। তাঁর প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অরিন্দম শীলও। তিনি বলছেন, “একবার মজা করে কুণাল বলেছিলেন যে তিনি অভিনয় করতে চান। আমার মনে হয়েছে করতেই পারেন। ক্যামেরার সামনে কুণাল যেমন আগ্রাসী, তেমন স্বতঃস্ফূর্ত। তাঁর বাচনভঙ্গির সূক্ষ্মতা তুলে ধরতে চেয়েছি।”
১৯৯৭ সালে বাম আমলের সাড়া ফেলে দেওয়া এক অন্তর্ধানের ঘটনা কেন্দ্র করে তৈরি হচ্ছে ‘কর্পূর’। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মণীষা মুখোপাধ্যায় (ঋতুপর্ণা সেনগুপ্ত) সকালে বাড়ি থেকে বেরোলেও আর ঘরে ফেরেননি। ২০ বছর পর মণীষা অন্তর্ধান রহস্যের ফাইল খোলেন দুই সাংবাদিক। এই সূত্র ধরেই গল্প এগিয়েছে।