কলকাতার অদূরে আশুদি বিলকে ঘিরে গড়ে উঠছে ইকো ট্যুরিজম পার্ক

কলকাতার অদূরে হাবড়া ২ ব্লকে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হতে চলেছে ইকো ট্যুরিজম পার্ক। মাটির বাড়ি, জৈব চাষ সব মিলিয়ে সবুজের মধ্যে সময় কাটানোর সুযোগ থাকবে। হাবড়া ২ ব্লকের শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতে রয়েছে আশুদি বিল। সেখানে রয়েছে একটি অশ্বখুরাকৃতি হ্রদ। বিলের সঙ্গেই রয়েছে প্রায় ২২ একর খাস জমি। সব মিলিয়ে রয়েছে প্রায় ১০০ একর জমি। জানা গিয়েছে, এই বিল থেকে মৎস্যজীবীদের রুজিরুটি চলত। দীর্ঘদিন সংস্কারের অভাবে তা এখন কচুরিপানায় ভর্তি। তবে শীতে পরিযায়ী পাখি আসে। পিকনিকের দলও আসে শীতে।
এই ইকো ট্যুরিজম পার্ক তৈরি হলে শহরের মানুষ গ্রাম্য পরিবেশ পাবে। আশুদি বিলকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়তে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। হোম স্টে-এর মতো সুবিধা রেখে এই ইকো ট্যুরিজম পার্ক গড়ে উঠবে।
বিল সংস্কার করা হবে। বোটিংয়ের সুবিধা, ফল, ফুলের গাছ থাকবে। পার্কেই পালন করা হবে হাঁস-মুরগি। মাটির বাড়ির আদলে আধুনিক কটেজ তৈরি হবে। তাতে বসেই দেখা যাবে আশুদি বিলের সৌন্দর্য। জেলা পরিষদের তহবিল থেকে এই ইকো টুরিজম পার্ক তৈরি হবে। বেসরকারি একটি এজেন্সি এই কাজ করবে। তারা গোটা পরিকল্পনার ম্যাপ তৈরি করে দিয়েছে। প্রাথমিকভাবে পাঁচটি কটেজ নির্মাণ করে ইকো ট্যুরিজম পার্ক চালু করা হবে।